ফিঙ্গার
প্রিন্ট সমৃদ্ধ
ফোনের দাম বেশ
চড়া। তাই অনেকেই
এই ফিচার সমৃদ্ধ
ফোন কেনার ইচ্ছে
প্রকাশ করলেও
সামর্থ্য নেই বলে
কিনতে পারেন না।

সকলের হাতে
ফিঙ্গার প্রিন্ট
সেন্সর ফোন তুলে
দিতে নতুন ফোন
আনলো জেডটিই।
ফোনটির মডেল
ব্লেড এ১। ফোনটির
মূল্য ১০০ ডলার।
ভ্যাট এবং
ট্যাক্সবাদে
বাংলাদেশী টাকায়
এটির মূল্য দাঁড়ায় ৭
হাজার ৭৩৯ টাকা।
চীনের এই
হ্যান্ডসেট
নির্মাতা
প্রতিষ্ঠান দাবী
করছে জেডটিই
ব্লেড এ১ বাজারের

সবচে কম দামের
ফিঙ্গার প্রিন্ট
ফোন।
বায়োমেট্রিক
ফিচার সমৃদ্ধ এই
ফোনটির ডিসপ্লে
৫ ইঞ্চির।

ডিসপ্লের
রেজুলেশন
৭২০x১২৮০
পিক্সেল। ফোনটি
অ্যানড্রয়েড ৫.১
ললিপপ অপারেটিং
সিস্টেম চালিত।
ফোনটিতে আছে,
মিডিয়াটেকের ১.৩
গিগাহার্টকের
অক্টাকোর
প্রসেসর, ২ জিবি
র্যাম এবং ১৬ জিবি
বিল্টইন মেমোরি
স্টোরেজ। মাইক্রো
এসডি কার্ডের
মাধ্যমে মেমোরি ৬৪
জিবি পর্যন্ত
বাড়ানো যাবে।
ব্লেড এ১ ফোনটির
রিয়ার ক্যামেরা ১৩
মেগাপিক্সেলের।
রিয়ারে এলইডি
ফ্লাশগান আছে।
সেলফি ক্যামেরা ৮
মেগাপিক্সেলের।

ফোনটি টুজি,
থ্রিজি, ফোরজি,
ওয়াইফাই, ব্লুটুথ,
মাইক্রোইউএসবি
নেটওয়ার্ক সমর্থন
করে।
ফোনটির ব্যাটারি
২৮০০
মিলিঅ্যাম্পায়ার
আওয়ারের।
ফোনটি দেখতে
অনেকটা আইফোন
৫ সির মতই। এটি
সাদা, হলুদ, সবুজ
এবং ধূসর রঙে
পাওয়া যাবে।
জেডটিই
জানিয়েছে চীনের
বাজার ১১
ডিসেম্বর থেকে
ক্রেতাদের হাতে
ফোনটি পৌঁছে যাবে।

5 thoughts on "সস্তার ফোনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর"

  1. Nayan Contributor says:
    OTG আছে?
  2. Bunny Dumpling Contributor says:
    amr ai phn ta chai e

Leave a Reply