চীনের বিখ্যাত প্রযুক্তি
নির্মাতা প্রতিষ্ঠান জিওমি
প্রযুক্তি বাজারে আনল জিওনি
ম্যারাথন এম ফাইভ প্লাস এবং এম
ফাইভ এনজয় নামের দু’টি নতুন ফোন।
মেটাল ফ্রেম দেয়া হয়েছে
ফোনগুলোর চারিদিকে। এই
ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে
৫০০০ ও ৬০২০ মিলি অ্যাম্পিয়ার
আওয়ারের ব্যাটারি।

এম৫ প্লাসে ৬ ইঞ্চির ফুল এইচডি
অ্যামোলিড ডিসপ্লের সঙ্গে
রয়েছে ৩ জিবি র্যাম। অন্যদিকে এম
৫ এনজয়ে রয়েছে ৫.৫ ইঞ্চির
ডিসপ্লের সাথে ৩ জিবি র্যাম ।

ফোনগুলোর মধ্যে এম৫ প্লাসে আছে
অক্টা কোর মিডিয়াটেক এমটি৬৭৫৩
মানের ৬৪ বিটের প্রসেসর। আর এম৫
এনজয়ে আছে কোয়াড কোর
মিডিয়াটেক এমটি৬৭৩৫ মানের
প্রসেসর। এম৫ প্লাসের বিল্ট ইন
মেমোরি ৬৪জিবি। এম৫ ইনজয়ের
বিল্ট ইন মেমোরি ১৬ জিবি।

অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড
দিয়ে ফোনগুলোর মেমোরি ১২৮
জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোন
দুইটি অ্যানড্রয়েড ললিপপ
অপারেটিং সিস্টেম চালিত।

ডুয়েল সিমের ফোনগুলোর মধ্যে এম৫
প্লাসে আছে ১৩ মেগা পিক্সেল
রিয়ার ক্যামেরা।

সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্টে
রয়েছে ৫ মেগা পিক্সেলের
ক্যামেরা। এবং এম৫ এনজয়ে আছে ৮

মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা।
সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্টে
রয়েছে ৫ মেগা পিক্সেলের
ক্যামেরা।

এম৫ প্লাস ও এম ৫ ইনজয়ের মূল্য
যথাক্রমে ৩৮৫ ও ৩০৮ ডলার। ভ্যাট ও
ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায়
যথাক্রমে ৩০ ও ২৪ হাজার টাকা।

সময় পেলে আমার সাইটের এই পোস্টটি দেখার অনুরধ করা হলো

5 thoughts on "৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন"

  1. shuvo92 Contributor says:
    আজগুবি খবর।
  2. Mdshariar khan Contributor says:
    Hmm. .oxthir. . .set
  3. Faruk Khan Contributor says:
    ®♪♪♪♪
  4. Rithun Zaman Contributor says:
    বিসমিল্লায় গলদ,,,, GIONEE= জিওমী ?????????

Leave a Reply