Be a Trainer! Share your knowledge.
Home » Android phone review » ফ্লাশ ড্রাইভকে এনটিএফএস হিসাবে ফরম্যাট করার নিয়ম জানুন।

ফ্লাশ ড্রাইভকে এনটিএফএস হিসাবে ফরম্যাট করার নিয়ম জানুন।

>ফ্লাশ ড্রাইভকে এনটিএফএস হিসাবে ফরম্যাট করা

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সাধারণত ফ্লাশ (ইউএসবি) ড্রাইভগুলো ফ্যাট (FAT বা FAT32) হিসাবে ফরম্যাট করা যায়। কিন্তু আপনি চাইলে ফ্লাশ ড্রাইভকে এনটিএফএস (NTFS) হিসাবেও ফরম্যাট করতে পারেন। এনটিএফএস এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পাবে। এছাড়াও এনটিএফএস এর

অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় ফ্লাশ ড্রাইভকে safely remove করতে হবে।
এনটিএফএস হিসাবে ফরম্যাট করতে প্রথমে ইউএসবি পোর্টে ফ্লাশ ড্রাইভটিকে সংযুক্ত করুন। এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

এবং Hardware ট্যাব থেকে আপনার যুক্ত করা ফ্লাশ ড্রাইভটি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এখন Policies ট্যাব থেকে Optimize for performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করুন।

এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে। এখানে File System এ NTFS দেখা যাবে যা আগে ছিলো না। এখন NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।
জানার শেষ নাই, তাই নিজে জানুন অন্যকে জানার সুযোগ করে দিন

7 years ago (Dec 20, 2016)

About Author (143)

Shohagh
subscriber

Life is great!

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version