এই প্রথম বাজারে আসছে ১০ জিবি র্যামের ফোন। ফোনটি বাজারে আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ১০ জিবি র্যাম সমৃদ্ধ ফোনটির মডেল শাওমি মি৭। এই ফোনটি আগামী বছর বাজারে আসার কথা রয়েছে।

শক্তিশালী এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০X৪০৯৬ পিক্সেল।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬/৮/১০ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে।
ফ্লাগশিপ ঘরনার এই ফোনটিতে ২১ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এর ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। শিগ্রই ফোন টি বাজারে আসবে।

10 thoughts on "এই প্রথম বাজারে আসছে ১০ জিবি র্যামের ফোন।"

  1. #Rasel Contributor says:
    gd,,but copied?
  2. Md.Al-amin Author says:
    আসল কথা নাই?৳
    1. sahariar ovi Author Post Creator says:
      টাকার কথা সাওমি পেইজে দেয় নাই।
  3. Tanzid Molla Contributor says:
    গাজীপুরের কোনো ওয়াপমাস্টার ভাই আছেন নাকি, থাকলে সারা দেন। সাই*ট কিনতে চাই।
  4. ruhul7574 Contributor says:
    এই ফোন কিনতে হবে
  5. @ishan Subscriber says:
    র্যাম হিসেবে ব্যাটারি কম।চাজ্ থাকবে না
    1. Sohan Razzak Contributor says:
      R8…3s a 4100mAh aitate 4500mAh dewa uchit silo
  6. munnabd93 Contributor says:
    black e phone kinar karo kono link thakle bolen plz
  7. অচেনা পাখি Contributor says:
    বাজে হপ্পে চার্জ এর জন্য

Leave a Reply