আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে!
আমার আজকের রিভিউ টিউনের বিষয়বস্তুঃ-
Walton Primo X4 Pro এর হ্যান্ডস-অন রিভিউ
মাত্র ২৮,৮০০৳ টাকা দামের এই ফোনে আছে ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা (অটোফোকাস সম্পুর্ণ), ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অক্টাকোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও প্রয়োজনীয় নানা ফিচার। মিডিয়াম বাজেটে হাই ক্লাসের ফোন যারা কিনতে চান, তাদের জন্যই এই ফোন। তো চলুন তাহলে ফোনটির বিস্তারিত রিভিউ শুরু করা যাক।

এবারে তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাকঃ-

আনবক্সিং:

Primo X4 Pro কিনলে এর সাথে যা যা পাচ্ছেন–

  • চার্জার অ্যাডাপ্টার ও ডাটা ক্যাবল এবং ওটিজি ক্যাবল
  • ইয়ারফোন
  • একটি এক্সট্রা গ্লাস পেপার
  • ইউজার গাইড
  • ওয়ারেন্টি কার্ড
  • একটি মগ, একটি মানি ব্যাগ, একটি টি-শার্ট
  • ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ

    ফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে ১৬ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরার লেন্স ও ২.০ এপ্যারচার ফ্ল্যাশলাইট। ফোনটির বডির একদম নিচের অংশে স্পিকার, মাইক্রোফোন, ইউএসবি পোর্ট।
    ফোনটির ডানে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী, উপরের অংশে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর তার পাশেই রয়েছে IR Blaster (এটি দিকে পৃথিবীর যেকোনো রিমোট কন্ট্রোল ডিভাইস নিয়ন্রণ করা সম্ভব) আর সামনের দিকে আছে ১৩ মেগা পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ইত্যাদি। ডিসপ্লের নিচের অংশে ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর!

    অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:

    অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনে OTA আপডেট সুবিধা থাকায় পরবর্তীতেও আপডেট পাওয়ার সুযোগ রয়েছে।

    এই ফোনের ইউজার ইন্টারফেস-

    ডিসপ্লেঃ

    সুপার এমোলেড স্ক্রিন, গরিলা প্রটেকশন ৪ এর সাথে। এছাড়াও রয়েছে ২.৫ ডি কার্ব গ্লাস।

    ক্যামেরাঃ

    এতে রয়েছে ১৬ মেগা পিক্সেল এর অটোফোকাস সম্পুর্ণ রিয়ার ক্যামেরা। f/2.0 এপ্যারচার এলইডি ফ্ল্যাশ লাইড এবং BSI সেন্সর। প্যানারোমা মোড, এইচডি আর মোড, ফেইস বিউটি, আই এসও কন্ট্রোল, প্রভৃতি বিদ্যমান।

    ক্যামেরার ইন্টারফেইসঃ-

    এর সামনে ১৩ মেগা পিক্সেল ক্যামেরায় রয়েছে BSI সেন্সর, f/2.2, ফেইস বিউটি, স্মার্ট scene, এবং এইসডি বিডিও রেকর্ডিং।

    সিপিউ, চিপসেট ও জিপিউ:

    ২.০ গিগাহার্টজ অক্টাকোর ৬৪ বিট প্রসেসরের এই ফোনে, মালি ৮৬০। ARM Cortex- A53

    স্টোরেজ ও র্যামঃ

    ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এ ফোনে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড সাপোর্ট করে, এর র্যাম ৪ গিগাবাইট। এছাড়াও আপনি ১২৮ গিগাবিট পর্যন্ত ইউএসবি কার্ড ব্যবহার করতে পারবেন।

    গেমিং পারফরম্যান্স:

    ফোনটির গেমিং পারফরমেন্স বলতে গেলে অসাধারণ! এই ফোনটির ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ বিট এর সিপিইউ হওয়ায় যেকোনো বড় ও হাই কোয়ালিটির গেমস্ আপনি কোন প্রকার হ্যাং বা ল্যাগ সমস্যা ছাড়াই খেলতে পারবেন।

    মাল্টিমিডিয়া:

    Primo X4 Pro এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর অডিও সাউন্ড কোয়ালিটি অসাধারণ (DTS সাউন্ড সিস্টেম)।এই ফোনে 4k ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।

    কানেক্টিভিটি:

    ২ জি, ৩ জি, ৪ জি, সকল নেটওয়ার্কই সাপোর্টেড।
    ডুয়েল সিম সাপোর্টেড (micro, dual stand by) এই ফোনে। ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট (dual brand) প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।

    ব্যাটারি:
    ৫.৫ ইঞ্চি ডিসপ্লে সংবলিত Primo X4 Pro এ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে (Non-removable)। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় দুই দিন ইন্টারনেট ব্রাউজ করা যায়।

    দামঃ

    অনেক ফিচার থাকলেও ক্রেতাসাধারণের সাধ্যের কথা বিবেচনায় নিয়ে Primo X4 Pro এর মূল্য মাত্র ২৮,৮০০৳ টাকা নির্ধারিত হয়েছে, এজন্য ওয়ালটন কর্তৃপক্ষ সাধুবাদ পাওয়ার যোগ্য।

    একনজরে Primo X4 Pro এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-

  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস
  • ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪ গিগাবাইট র্যাম
  • ৬৪ গিগাবাইট রম
  • ডুয়েল সিম
  • ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • মেটাল বডি
  • Accelerometer (3D)
  • Proximity
  • Light
  • Orientation
  • Compass
  • Linear Acceleration
  • Rotation Vector
  • Gravity
  • Gyroscope
  • IR Blaster
  • Hall Sensor
  • OTA, OTG
  • Wireless Display Sharing
  • Smart Fast Charging
  • DTS Sound System
  • Smart Gesture
  • Data Clone
  • Smart Remote Control
  • Multi Touch (10 Fingers)
  • সব মিলিয়ে মিডিয়াম দামের মধ্যে অসাধারণ একটি ফোন, ওয়ালটন প্রিমু এক্স ৪ প্রু। আমি নিজেও ফোনটি ব্যবহার করি। আমার মতেও ফোনটি Awesome.
    যাই হোক, এবার বিদায় নেবার পালা! আবার দেখা হবে নতুন কোনো ট্রিক্স নিয়ে।

    সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

    6 thoughts on "Walton Primo X4 Pro হ্যান্ডস্ অন রিভিউ! সম্পুর্ণ বিবরণ এবং মুল্য!"

      1. Jewel Shikder Jony Author Post Creator says:
        28,800 Taka Only.
    1. Rakib1122 Contributor says:
      BSI sensor ki?
      1. Jewel Shikder Jony Author Post Creator says:
        রাতে বা অন্ধকারে ভালো ছবি তোলার সেন্সর!
      1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
        Thanks bro…

    Leave a Reply