আসসালামু আলাইকুম
শুভ সকাল বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি ভাল আছেন
আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আপনার বাজেট কি অনেক কম এবং 20 থেকে 30 হাজার টাকার মধ্যে ভাল একটা smartphone খুঁজছেন ?
তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।
আমি এই কম বাজেটের মধ্যে খুঁজে বের করেছি অসাধারণ কিছু স্মার্ট ফোন।
তাহলে চলুন দেখি সেই ফোন গুলা।

নাম্বার ১: LG Q6
কি থাকছে এই ফোনটিতে দেখে নিন|
>ডিসপ্লে- ৫.৫ ইঞ্চি ‘ফুলভিশন’ ডিসপ্লে, সাথে ফুল
এইচডি+ (২১৬০x১০৮০ >পিক্সেল) রেজ্যুলেশন।
>প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর।
>ক্যামেরা- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
>র্যাম এবং স্টোরেজ- ৪জিবি, সাথে ৬৪ জিবি
এক্সপান্ডেবল স্টোরেজ।
>ব্যাটারি- ৩০০০ এমএএইচ ব্যাটারি।
>অপেরেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড নওগ্যাট v7.1.1
(এলজি ইউআই 5.0)।
>ইউএসবি- মাইক্রোসাসব v2.0, ইউএসবি-অন-
দী-যান (OTG)।
>ভিডিও রেকর্ডিং- সম্পূর্ণ এইচডি (1080p)।
>সেন্সর: অ্যাকসেলরোমিটার, গিয়ারো,
প্রক্সিমিটি, কম্পাস।
>নেটওয়ার্ক – 2 জি, 3 জি, 4 জি
এই ছিল এই অসাধারণ স্মার্টফোনটির ফিচার।
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে 24,900 টাকায়।

নাম্বার 2 এ আছে : Samsung Galaxy A5
এই স্মার্ট ফোনটিতে যেগুলো ফিচার পাচ্ছেন।
>ডিসপ্লে- ৫.২ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল)
রেজ্যুলেশন, সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে।

>প্রসেসর- অক্টাকোর ১.৯ গিগাহটজ
>ক্যামেরা- ১৬এমপি অটোফোকাস রিয়ার ক্যামেরা,
১৬এমপি ফ্রন্ট ক্যামেরা
> র্যাম ও স্টোরেজ- ৩জিবি র্যাম, সাথে ৩২
স্টোরেজ যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
>ব্যাটারি- ৩৬০০ এমএএইচ
>অপেরেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ওএস, v6.0.1 (মার্শমল্লো)।
>ভিডিও রেকর্ডিং- সম্পূর্ণ এইচডি (1080p)।
>নেটওয়ার্ক স্কোপ- 2 জি, 3 জি, 4 জি!
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে 2৬,৫৯০ টাকায়।

3 নাম্বারে যে ফোন আছে: Lenovo K8 Note
এই ফোনটিতে ও যে ফিচারগুলো আছে।
>ডিসপ্লে- ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল)
রেজ্যুলেশন, সাথে কর্নিং গরিলা গ্লাস কোটিং।
>প্রসেসর- ডেকা-কোর মিডিয়াটেক হেলিওx২০
(এমটি৬৭৯৭), সাথে মালি টি৮৮০ জিপিইউ।
>ক্যামেরা- ১৩এমপি+৫এমপি রিয়ার ক্যামেরা, সাথে ১৩এমপি
ফ্রন্ট ক্যামেরা
>র্যাম এবং স্টোরেজ- ৩জিবি/৪জিবি র্যাম, সাথে
৩২/৬৪জিবি স্টোরেজ
>ব্যাটারি- ৪০০০ এমএএইচ
>অপেরেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ওএস, v6.0.1 (মার্শমল্লো)।
>ভিডিও রেকর্ডিং- সম্পূর্ণ এইচডি (1080p)।
>নেটওয়ার্ক স্কোপ- 2 জি, 3 জি, 4 জি!
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে১৯ হাজার ৯৯০ টাকায়।

4 নাম্বারে আছে: Nokia 6।
ফোনটিতে যা ফিচারগুলো পাচ্ছেন।
>ডিসপ্লে- ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল)
আইপিএস ডিসপ্লে, সাথে কর্নিং গরিলা গ্লাস ৩।
>প্রসেসর- অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০,
সাথে অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ।
>ক্যামেরা- ১৬এমপি রিয়ার ক্যামেরা এবং ৮এমপি ফ্রন্ট
ক্যামেরা
>র্যাম এবং স্টোরেজ- ৪জিবি এলপিডিডিআর৩ র্যাম, সাথে
৬৪জিবি স্টোরেজ যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
>ব্যাটারি- ৩০০০ এমএএইচ
>অপেরেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড নওগ্যাট v7.1.1
>ভিডিও রেকর্ডিং- সম্পূর্ণ এইচডি (1080p)।
>নেটওয়ার্ক স্কোপ- 2 জি, 3 জি, 4 জি!
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে২২ হাজার ৫০০ টাকায়।

সর্বশেষ ফোনটি | Samsung Galaxy On Max
এই ফোনটিতে যে ফিচারগুলো থাকছে।
>ডিসপ্লে- ৫.৭ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০)
অ্যামোলেড ডিসপ্লে
>প্রসেসর- অক্টো-কোর মিডিয়াটেক হেলিও পি২৫
এসওসি
>ক্যামেরা- ১৩এমপি রিয়ার ক্যামেরা, সাথে এফ/১.৭
অ্যাপারচার এবং ১৩এমপি ফ্রন্ট ক্যামেরা সাথে এফ/১.৯
অ্যাপারচার।
>র্যাম এবং স্টোরেজ- ৪জিবি র্যাম এবং ৩২জিবি
স্টোরেজ।
>ব্যাটারি- ৩৩০০ এমএএইচ
>অপেরেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড নওগ্যাট v7.1.1
>ভিডিও রেকর্ডিং- সম্পূর্ণ এইচডি (1080p)।
>নেটওয়ার্ক স্কোপ- 2 জি, 3 জি, 4 জি!
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে ২৫ হাজার ৯০০ টাকায়।
আজ এই পর্যন্তই সামনে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।
ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে আপনি কোন ফোনটি কিনতে আগ্রহী….
বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।
Visit wwW.MastyBd.Mobi

20 thoughts on "20 থেকে 30 হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন | কেউ মিস কইরেন না।"

  1. feat Mizan ( THE DARK ) Contributor says:
    …..Its my last comment in the trickbd.com of year…..
    (@Imran khan isss tui meye holle tor lips e akta kiss kortam.) kub issha hoyre tor prf pic dekhe..]
    1. Trickbd Support Moderator says:
      নিজেই বের হয়ে যান।
      তা নাহলে এমনিতেই যা করছেন,বের করে দেয়া হবে।
      এডমিন প্যানেল সম্পর্কে নেতিবাচক মন্তব্য ও অশ্লীল ভাষার ব্যবহার করলে তো বের করে দেয়া হবেই।
    2. feat Mizan ( THE DARK ) Contributor says:
      tomi jodi banned korte chaw koro but tomi ban na kora projontho asshi…
      Ar tomar khathai amar emnaite hassi passhe bro..tomar shate akto fun korlam
  2. Saykat Contributor says:
    Kew facebook fishing site er code den
    1. feat Mizan ( THE DARK ) Contributor says:
      khali linax deye hack koro na parle aro 2ta system asshe … Fb te connected koro amay.
    2. Saykat Contributor says:
      বুঝি নাই
  3. Nasir Contributor says:
    ফেবু ফিশিং সাইট কোদ দেন
    1. feat Mizan ( THE DARK ) Contributor says:
      free te khali linax hack tech debo but other real hack er jonno pay dete hobe
  4. Md. Alamin Author says:
    দুই এক বছরের মধ্যে ৫জি মোবাইল তৈরি হলে আর নতুন মোবাইল কিনবো না। কারো জানা থাকলে বলবেন।
    1. SAJIB Contributor says:
      100% sure thaken 5G aste aro 4-5 year lagbe.?
  5. EftyAhmed Contributor says:
    A sob rr chea best phone Xaomi A1
    Ar features guru net ghatlei peya jaben.
    Xaomi A1 is best phone
  6. unknown Contributor says:
    Meizu m6 koi ?
  7. Anik Contributor says:
    প্রসেসর আর চিপসেট কি এটা বুঝেন?
  8. MHMahin Contributor says:
    আমার যেটা মনে হয় Samsung J7 pro set টা মধ্য বাজেটের সব চেয়ে আকর্শনিয় একটা ফোন,
    র‍্যাম, রম, ক্যামারা, সব দিক দিয়ে, ট্রাই করতে পারেন
    1. sH@nTo Contributor says:
      yes. u r right.?:v
    2. MHMahin Contributor says:
      ধন্যবাদ

Leave a Reply