ঘোষণা করল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম।নতুন এই সংস্করণটির নাম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।

 

গুগলের একজন ডেভেলপার একটি স্ট্যাচুর ছবি টুইটারে দিয়ে এই নামের কথা জানান। রীতি অনুযায়ী গুগল ইতোমধ্যেই নতুন এই সংস্করণের জন্য এই স্ট্যাচুটি প্রধান কার্যালয়ের সামনে স্থাপন করেছে।

গত মে মাসে অনুষ্ঠিত অ্যান্ড্রয়েড ডেভেলপার কনফারেন্সে গুগলের নতুন এই সংস্করণের ঘোষণা দেয় গুগল। তখন সবাইকে অ্যান্ড্রয়েড এম নামেই পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন সংস্করণটির সাথে। অ্যান্ড্রয়েড মার্শম্যালো আগামী কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হলেও এর ডেভেলপার প্রিভিউ পাওয়া যাবে আগেই।

Find Me On Facebook

3 thoughts on "ঘোষণা করল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম"

    1. RABBY Author Post Creator says:
      thanks
  1. Saimur Contributor says:
    Good post

Leave a Reply