প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি


সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে
Like me my Fb page
____________________________________________
রুট করা নিয়ে অনেক বিতর্ক, কেউ ভয়ে রুট করতে চায় না আবার কেউ রুটকে একদমই ভয় পায় না।
জানার আগ্রহ থাকলে কি না করা যায়, মনুষ্য জাতি জানার জন্যই তো পৃথিবীতে এসেছে। কিন্তু কিছু পীর সাহেব(কাল্পনিক), মানুষের মনে সেই পুরনো
সময়ের মত এখনও ভুল ধারনা ধুকিয়ে দিয়ে মানুষকে ভয়ের বেড়াজালে আবদ্ধ করে রাখছে।
আপনারা লালসালু উপন্যাসটি পড়লেই বুঝবেন। ঠিক তেমনি এই ভার্চুয়াল ইন্টারনেট জগতেও কিছু পীরসাহেব আছে যারা মানুষকে রুট করার বিভিন্ন ভয় দেখিয়ে তাদের জানার আগ্রহ টা নষ্ট করে দিচ্ছে।
কেন বলতে গেলে অনেক সময় লাগবে তাই টিউনে চলে যাই।
____________________________________________

তো যা বলছিলাম – রুট আনরুট করারও উপায় আছে। অনেকে
আমাকে এ বিষয়ে বলেছে,যে আনরুট করব কিভাবে??
তাই টিউন টা করলাম।
আনরুট করার মেথড দুটা।

প্রথম উপায়ঃ

#Root Explorer দিয়ে আপনার ফোনের রুট ফোল্ডারের System/bin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
# অনুরুপভাবে আপনার ফোনের রুট ফোল্ডারের System/
xbin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
N.B. অনেকে এটি করতে গিয়ে ব্রিক করে ফেলবেন তাই আমি দ্বিতীয় উপায় ইউস করতে বলব।
যাদের জানার আগ্রহ আছে তারা প্রথম উপায় দেখতে পারেন। আমার সেট ব্রিক হয়নি আপনারও হবে না আশা করি।

দ্বিতীয় উপায়ঃ


Universal Unroot ইনস্টল করে ওপেন করুন।
কনফার্ম করে অপেক্ষ করুন।

#রিবুট করুন। আনরুট সফল।
N.B. ** একবার আনরুট করলে আর রুট করতে পারবেন না। কিছু কিছু ফোন ব্যতিত।
____________________________________________

** এটা কোনো রুট ব্যাকআপ রাখে না সো কাসৃটমার কেয়ার ধরতেই পারবে না আপনি রুট করেছিলেন। So No warranty Void!! আরও কিছু পদ্ধতিঃ

** যারা কিংরুট ইউস করেন তারা Kingroot>General settings>Uninstall
Kingroot>Clear root
** যাদের SuperSU আছে Go to Settings>Full Unroot

________________________________________________________

ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com

9 thoughts on "অনেক তো রুট করলেন, এবার আনরুট করুন নতুন দুটি উপায়ে (কাস্টমার কেয়ারও ধরতে পারবে না) 16/1/16"

  1. hossain Contributor says:
    এক পোষ্ট আর কতবার পড়ব গো
  2. Naime khan Tamai Contributor says:
    ভাই হেল্প
    রুট করা ফোনে একই অ্যাপস একাধিক বার একই সাথে ইনস্টাল দেওয়া যায় কি ভাবে???????????????????????
  3. Riadrox Legend Author says:
    চোর বেটা কপি করস কে।
  4. Riadrox Legend Author says:
    এই ভুলটার জন্য আপনি আপনার টিউনারশিপটি হারানোর দিকে নিয়ে গেলেন
  5. indra Contributor says:
    ·ইটা Riadrox ভাই লিখছে এক সপ্তাহ আগে।
  6. Bdabulbasher Contributor says:
    your device has been modified software updates are not available software update দিতে গেলে এই লেখাটা দেখায় আর আমি কিভাবে সফটওয়্যার আপডেট দিব?কেউ জানলে জানান।আমার সেট রুট করা।
  7. badhan Contributor says:
    supersu দিয়া আনরুট করলে কি কোনো রুট ব্যাকআপ রাখে না?
  8. Sadrulhasan Contributor says:
    মোবাইল আনরোট করে আর কোনো ভাবে রোট করা যায় না?

Leave a Reply