Be a Trainer! Share your knowledge.
Home » Android root » এন্ড্রয়েড রুট কি? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং ভালো না খারাপ?

এন্ড্রয়েড রুট কি? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং ভালো না খারাপ?

এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায় সবাই-
ই বোধহয় একবার হলেও রুট(ROOT) রুট
শব্দটার নাম শুনেছেন। অনেকেই আছেন
রুট করে মহা আনন্দে এন্ড্রয়েড ফোনের
মজা নিচ্ছেন অনেকে হয়ত জানেনই
না রুট কি, এইটা খায় না মাথায় দেয়।
চেষ্টা করব যতটা সহজ ভাষায় সম্ভব
এন্ড্রয়েড ডেভেলপমেন্টের এই গুরুত্বপূর্ণ
দিক সম্পর্কে ব্যাখ্যা করার

রুট কি?

রুট/Root শব্দটা এসেছে লিনাক্স
অপারেটিং সিস্টেমের
ব্যবহারকারীদের কাছ থেকে।
লিনাক্স ব্যবহারকারীদের
মধ্যে যাদের রুট প্রিভিলেজ
বা সুপারইউজার পারমিশন
আছে তাদেরকে রুট ইউজার বলা হয়।
এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স
ভিত্তিক অপারেটিং সিস্টেম
থেকে। এন্ড্রয়েড ডিভাইসে রুট
পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট

করার পারমিশন আদায় করাকে রুট
করা বলে। এটাকে আপনার ফোন হ্যাক
করাও বলতে পারেন।

কেন রুট করা থাকে না?

এখন কথা হচ্ছে নিজের ফোনের কেন
এডমিনিস্ট্রেটর পারমিশন “আদায়”
করে নিতে হবে? কেন ইচ্ছা করলেই
একটা ফাইল ডিলিট করতে পারব না?
পিসিতে তো এগুলো কিছু করতে হয়
না। ফোন
ম্যানুফ্যাকচাররা আপনাকে অনেক
সুবিধা দিলেও কিছু সুবিধা/পারমিশন
তারা দেয় না। এটা করা হয় ভালোর
জন্যই। কারণ
আগে থেকে আপনাকে ফোনের
মধ্যে যা ইচ্ছা তাই করার
অনুমতি দেওয়া থাকলে দেখা যাবে
আপনি গুরুত্বপূর্ণ একটা ফাইল গায়েব
করে দেবেন, অথচ আপনি শুধু
চেয়েছিলেন আপনার ফোন
মেমোরি বাড়াতে।
এছাড়া আপনি কাস্টমাইজu
করতে গিয়ে বা রম ইন্সটল
করতে গিয়ে ভুল করলে ফোন ব্রিক
করে ফেলতে পারেন। শেষে এ

বিষয়ে বলা হয়েছে। আর ভাইরাস/
ম্যালওয়ারের কিছু
ঝামেলা হতে পারে। কারণ রুট
পারমিশন পেলে আপনি যা ইচ্ছা তাই
ইন্সটল করতে পারেন, যার
কারণে ম্যালওয়ার
ফোনে ঢুকে পড়তে পারে।
কেন রুট করবেন?

রুট পারমিশন যদি এতটাই রিস্কি হয়
তাহলে রুট করতে যাবেন কেন? কারণ
রুট করার পর আপনি আপনার ফোনে এমন
সব কাজ করতে পারবেন
যা আগে কল্পনাও করতে পারেননি।

এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট Tunessall24.tk ।

7 years ago (Dec 08, 2016)

About Author (42)

SHAKIL HOSSAIN
contributor

Trickbd Official Telegram

12 responses to “এন্ড্রয়েড রুট কি? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং ভালো না খারাপ?”

  1. Silent Killer Sumon Author says:

    Nice tips..
    But bro …
    Root is aslo needed.
    So root ur devise if u can handle or not..
    Thats all

  2. MH.Khoka Contributor says:

    Bro symphony V75 (marshmallow) root korar procces ta bolben pls?

  3. anishur Contributor says:

    supar tips

  4. MD Amir Khan Contributor says:

    Symphony e60 4.4.2 kitkat root korle peoblem hobe?naki na korai valo?

  5. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:

    root korley apni onek subidha paben je gula unsupported segula support korbey

  6. Ringku Contributor says:

    vai amar taber battery full
    charge dei abong on kore dekhi
    85% ar druto charge kome jai
    ar upai ki .kinto battery te
    dekhi full charge ache.

  7. amir67890 Contributor says:

    samsung J200H Root kibabe karbo?? kew realy janle janaben. karon ami without computer 3bar &computer deiye 1bar try kareci.kinto hoyna.

  8. Md Azhar Contributor says:

    ভাই প্লিজ্‌, Symphony H400 কিভাবে Root করবো। Kingroot, oneroot, kingoroot,360 root সব দিয়ে চেষ্টা করেও পারলাম না। 90-99% এর পরে Failed হয়ে যায়।
    যদি জানাতেন তাহলে ভাল হতো ।

  9. Bellal BD Contributor says:

    Thanks……

Leave a Reply

Switch To Desktop Version