Be a Trainer! Share your knowledge.
Home » Android root » আজ রুট সম্বন্ধে সব বিস্তারিত আলোচনা করব, এন্ড্রয়েড রুট কি ? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং কি ভালো না খারাপ???

আজ রুট সম্বন্ধে সব বিস্তারিত আলোচনা করব, এন্ড্রয়েড রুট কি ? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং কি ভালো না খারাপ???

প্রথমে আমার সালাম নিবেন
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায় সবাই-
ই বোধহয় একবার হলেও রুট(ROOT) রুট
শব্দটার নাম শুনেছেন। অনেকেই আছেন
রুট করে মহা আনন্দে এন্ড্রয়েড ফোনের
মজা নিচ্ছেন অনেকে হয়ত জানেনই
না রুট কি, এইটা খায় না মাথায় দেয়।
চেষ্টা করব যতটা সহজ ভাষায় সম্ভব
এন্ড্রয়েড ডেভেলপমেন্টের এই গুরুত্বপূর্ণ
দিক সম্পর্কে ব্যাখ্যা করার
রুট কি?
রুট/Root শব্দটা এসেছে লিনাক্স
অপারেটিং সিস্টেমের
ব্যবহারকারীদের কাছ থেকে।
লিনাক্স ব্যবহারকারীদের
মধ্যে যাদের রুট প্রিভিলেজ
বা সুপারইউজার পারমিশন
আছে তাদেরকে রুট ইউজার বলা হয়।
এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স
ভিত্তিক অপারেটিং সিস্টেম

থেকে। এন্ড্রয়েড ডিভাইসে রুট
পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট
করার পারমিশন আদায় করাকে রুট
করা বলে। এটাকে আপনার ফোন হ্যাক
করাও বলতে পারেন।
কেন রুট করা থাকে না?
এখন কথা হচ্ছে নিজের ফোনের কেন
এডমিনিস্ট্রেটর পারমিশন “আদায়”
করে নিতে হবে? কেন ইচ্ছা করলেই
একটা ফাইল ডিলিট করতে পারব না?
পিসিতে তো এগুলো কিছু করতে হয়
না। ফোন
ম্যানুফ্যাকচাররা আপনাকে অনেক
সুবিধা দিলেও কিছু সুবিধা/পারমিশন
তারা দেয় না। এটা করা হয় ভালোর
জন্যই। কারণ
আগে থেকে আপনাকে ফোনের
মধ্যে যা ইচ্ছা তাই করার
অনুমতি দেওয়া থাকলে দেখা যাবে
আপনি গুরুত্বপূর্ণ একটা ফাইল গায়েব
করে দেবেন, অথচ আপনি শুধু
চেয়েছিলেন আপনার ফোন
মেমোরি বাড়াতে।
এছাড়া আপনি কাস্টমাইজu
করতে গিয়ে বা রম ইন্সটল
করতে গিয়ে ভুল করলে ফোন ব্রিক
করে ফেলতে পারেন। শেষে এ
বিষয়ে বলা হয়েছে। আর ভাইরাস/
ম্যালওয়ারের কিছু
ঝামেলা হতে পারে। কারণ রুট
পারমিশন পেলে আপনি যা ইচ্ছা তাই
ইন্সটল করতে পারেন, যার
কারণে ম্যালওয়ার
ফোনে ঢুকে পড়তে পারে।
কেন রুট করবেন?
রুট পারমিশন যদি এতটাই রিস্কি হয়
তাহলে রুট করতে যাবেন কেন? কারণ
রুট করার পর আপনি আপনার ফোনে এমন
সব কাজ করতে পারবেন
যা আগে কল্পনাও করতে পারেননি।

7 years ago (Jul 29, 2017)

About Author (14)

ShouroV
contributor

Not Simple Boy, Wants To Be Boss.

Trickbd Official Telegram

13 responses to “আজ রুট সম্বন্ধে সব বিস্তারিত আলোচনা করব, এন্ড্রয়েড রুট কি ? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং কি ভালো না খারাপ???”

  1. #Rasel Contributor says:

    ageo to ei post ase

  2. Mj.rana Author says:

    Vai root krar pore ki ar unroot kora jayna?

  3. OMAR SHARIF Author says:

    লিখার কোন প্রয়োজন ছিল কি?

  4. Shanto Contributor says:

    ভাই কেও হেল্প করতে পারবেন..?
    আমার নকিয়া ২০৬ মডেলের ফোনটার পিন
    কোড ভুলে গেছি
    reset দিতে পারছিনা পিন কোড চাচ্ছে

  5. @ishan Subscriber says:

    sony v5 ফোনে যেকোনো ভিপিএনে I trust this application এ লেখার প্রথমে যে টিক দিতে হয়”ওই টিক টা দিতে পারি না কেন??অনেক বিপদে পড়েছি কোনো ভিপিএন এজন্য চালাতে পারছি না

  6. muhammad shuvo Contributor says:

    #অনেকে বলে সেট #রুট করলে না কি সেট #এর #রেম বাড়া যাই মানে #৫১২ রেম #১ জিবি করা যাই তা কি ঠিক।

  7. tstuhin Contributor says:

    vai samung tab root korbo kivabe

Leave a Reply

Switch To Desktop Version