Be a Trainer! Share your knowledge.
Home » Android root » [Root User]এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ হুট করে কমে যাওয়া সম্যস্যা থেকে এইবার মুক্তি নিয়ে নিন৷

[Root User]এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ হুট করে কমে যাওয়া সম্যস্যা থেকে এইবার মুক্তি নিয়ে নিন৷

প্রথমে সবাই আমার সালাম নেবেন আশা করি সবাই ভাল আছেন, আর যারা ব্যাটারির নিয়ে সমস্যা আছেন, মানে যাদের ফোন এ চার্জ হুট করে 30%-20% থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় এই পোষ্টের পর তারাও ভাল থাকবেন আশা করি, এই সমস্যাটি হয় মূলত অ্যান্ড্রয়েড সিস্টেমে “batterystats.bin” নামে একটা ফাইল থাকে সেটা ব্যাটারির বর্তমান অবস্থা সহ যাবতীয় তথ্য রাখে। কিন্তু এই ফাইলটা করাপ্টেড হয়ে গেলে হঠাৎ করে ব্যাটারির চার্জ কমে যায় (যেমনঃ ৫০% থেকে ঠুস করে ২৬% এ) অথবা ০% এ আসার আগেই বন্ধ হয়ে যায়। অথবা ফোনে ৬০% চার্য আছে, ফোন রিবুট দিলেই দেখলেন ১% চার্য।

প্রথমে এই এপ্সটি ডাওনলোড করে নিন

কাজের পদ্ধতি:
১ নম্বর স্টেপঃ Root Explorer বা অন্য কোন
ফাইল ম্যানেজার যা Root directories ব্যাবহার করতে পারে এরকম ফাইল ম্যানেজার চালু করুন।

২ নম্বর স্টেপঃ “/data/system” ফোল্ডারে গিয়ে “batterystats.bin” ফাইলটি খুঁজে বের করুন।

৩ নম্বর স্টেপঃ ফাইলটি ডিলিট করে দিন

৪ নম্বর ডিভাইস রিবুট করে ব্যাটারি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করতে থাকুন।

৫ নম্বর ডিভাইস বন্ধ হয়ে গেলে বন্ধ অবস্থায় ফুল চার্জ
দিন। চার্জ অবস্থায় সংযোগ বিচ্ছিন করা যাবেনা, তাই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন।

৬ নম্বর স্টেপঃ চার্জ ১০০% হলে চার্জার থেকে বিচ্ছিন্ন না করে ডিভাইস চালু করুন এবং উপরের অ্যাপটি চালু করুন “Start Calibration” বাটনে ক্লিক করুন।

৭ নম্বর স্টেপঃ কিছু সময় পরে “battery calibration has been succeeded” বার্তা দেখাবে এবার OK বাটনে ক্লিক করে ডিভাইস থেকে চার্জার বিচ্ছিন্ন করে অ্যাপটি বন্ধ করে দিন। কাজ শেষ৷ এইবার আরামে মোবাইল ব্যাবহার করুন৷

বিঃদ্রঃ যদি আপনার ফোনের কোন প্রকার হয়, তার ক্ষতির জন্য আমি বা ট্রিকবিডি দায়ী নয় যা করবেন সব নিজ দায়িত্বে করবেন৷

7 years ago (Aug 20, 2017)

About Author (1)

Jamal Uddin
author

Trickbd Official Telegram

12 responses to “[Root User]এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ হুট করে কমে যাওয়া সম্যস্যা থেকে এইবার মুক্তি নিয়ে নিন৷”

  1. Abdus Salam Author says:

    fb link daw tmar?

  2. Imranpabna Contributor says:

    আনরুট ইউজারদের জন্য দেন…..

  3. S. Rayhan Contributor says:

    vai amar posti. published koro. please

  4. bijoy Author says:

    nice..ey post amI krcilam

  5. bijoy Author says:

    valo koyra dekho

  6. AH.Rana Contributor says:

    100% hoar age charger khule pella kono problem hobe?

  7. RH Ramjan Hosen Author says:

    Mobile Root korbo kivabe……please help me?

  8. AbhiJit Contributor says:

    ভাই, Walton primo nh2 lite ফোনটা রুট করতে পারতাছি না, সব অপ ইউস করা হইয়ে, ইভেন পিসি ও ফেইলড!

  9. Md Sajid Subscriber says:

    charging obosthay jodi current chole jay tobe ki hobe?

Leave a Reply

Switch To Desktop Version