Kali Linux হল হ্যাকারদের অপারেটিং সিস্টেম যা হ্যাকাররা কন ওয়েবসাইট বা অন্য কোন প্রযুক্তির দুর্বলতা বের করতে সাহায্য করে। তাই অনেকেই এই অপারেটিং সিস্টেম তাদের স্মার্ট ফোনে ইন্সটল করতে চায় কিন্তু অনেকেই পারেনা।আমি আজ আপনাদের শিখাব কিভাবে আপনি আপনার Android ফোনে  Kali Linux ইন্সটল করবেন। তাহলে আর কথা না বারিয়ে শুরু করা যাক

যা যা লাগবে:

  • প্রথমে আপনার ফোন অবশ্যই রুটেড হতে হবে। কিভাবে রুট করতে হয় তা নিয়ে অনেক পোস্ট আছে Trickbd তে। 
  • আপনার ফোনে BusyBox ইন্সটল করতে হবে Download Busy Box
  • linux Deploy Download Linux Deploy
  • Vnc Viewer Download Vnc viewer
  • এবং অবশ্যই ইন্টারনেট থাকতে হবে  ফনে ৪ জিবি মেমোরি ফাকা রাখতে হবে।

Note:

আমি এইফনে লিনাক্স ইন্সটল করিনাই সুধু Screen Shot এর মাধমে বুঝিএ দিয়েছি। কারন হল ইন্সটল করলে এইটি Uninstall করা সমস্যা।

 কিভাবে ইন্সটল করবেন:

  • প্রথমে উপর থেকে Linux Deploy অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন এর পর অ্যাপ ওপেন করার পর রুট পারমিশন গ্রান্ট করে দিন

আরো নিচে থেকে Screen Shot এর মত টিক দিয়ে দিন এরপর ব্যাক এ আসুন এবং মেনু থেকে Install  টাপ করুন ইন্সটলেশন এর সম্পন্ন সময় নিভর্ করে আপনার ইন্টারনেট গতির উপর, ইন্সটলেশন সম্পন্ন হলে নিচের থেকে Start ক্লিক করুন। এখন অ্যাপ টি মিনিমাইজ করে Real VNC Viewer app ওপেন করুন এবং  Screen Shot অনুসরন করুন।  আপ্নারা আইপি পাবেন এইযাগা থেকে Connect ক্লিক করার পর একটি Dialouge  আসবে ওখানে Password হিসাবে root বা changename এন্টার করতে হবে। এবং Kali Linux এর মজা নিন। প্রথম পোস্ট তাই ক্ষমার। দ্রিষ্টি তে দেখবেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট এ জানাবেন।

One thought on "কিভাবে আপনার Android ফোনে Kali Linux ইন্সটল করবেন {Root}"

  1. ARIF Contributor says:
    এটার কাজ কি

Leave a Reply