আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।
সস্তায় Grameenphone আমাদের কাছে নিয়ে এসেছে Lava iris505 মডেল। ফোন হাতে পেয়ে রুট, রিকভারী, রম ইত্যাদি সব রকমের অপারেশন চালাই। এতে অনেক কষ্ট, সময়, এমবি ইত্যাদি খরচ হয়েছে। বাকি যারা আছে তাদের যাতে এত কিছু করতে না হয় তাদের জন্য একটু চেষ্টা করছি। আমাদের ফেসবুক গ্রুপে অনেক রম, রিকভারী, বিভিন্ন মোডেড অ্যাপ দেয়া আছে। কিন্তু এই গুলো নিয়ে ট্রিকবিডি কিংবা অন্য সাইটে পোস্ট নেই। তাই ভাবলাম চলুন সবার জন্য উন্মুক্ত করি। আমার চেইন টিউন এর পাশাপাশি এই ফোনের বিভিন্ন জিনিস নিয়েও পোস্ট করব ইনশাআল্লাহ। চলুন তাহলে মুল পোস্ট এ চলে যাই।

Device Info:

Name: Lava iris505
Ram: 512 MB
Android Version: 4.4.2 (Kitkat)
Chipset: Mediatek MT6572
From: Grameenphone.
এটুকুই যথেষ্ট।
ইনফো গুলো দিলাম কারন গ্লোবালি iris505 এর আরেকটা ভার্সন আছে যেটায় ললিপপ দেয়া, ১জিবি র‍্যাম।

PhilZ Recovery

যদিও বিভিন্ন জায়গাতে শুনে থাকবেন TWRP সেরা তবুও iris505 বা এই ইনফরমেশন এর সাথে মিলিয়ে যেসব ফোন যেমন MT6572 Kitkat ফোনের জন্য PhilZ এর বিকল্প নেই। আমাদের গ্রুপে যেসব রম দেয়া আছে অধিকাংশই ইন্সটল করতে পারবেন না যদি আপনার TWRP দেয়া থাকে। ডিটেইলস এ যাইঃ

Touch: Working.
Rotation: Fixed.
Storage: Fixed.(SD Card & Internal Storage)
Bugs: Not Found. ?
Download Link: Click Here (Skip Ad)
ইন্সটলেশন পদ্ধতি পোস্ট এর শেষে।

TWRP Recovery

দ্রুত ও বিভিন্ন এক্সট্রা ফাংশন এর জন্য এই রিকভারীর তুলনা নেই। আপনি যদি রমের জ্যামে না যান তবে নিশ্চিন্ত মনে এই রিকভারী ইউজ করতে পারেন। অবশ্য অনেক রম এই রিকভারী দিয়েও ইন্সটল করা যায়।
এটাও বাগলেস। তবুও ডিটেইলস দিলামঃ
Touch: Working.
Rotation: Fixed.
Storage: Fixed.(SD Card & Internal Storage)
Bugs: Not Found. ?
Download Link: Click Here (Skip Ad)
N.B. এই রিকভারীটা ফ্লাশাবল করা এর মানে যদি আপনি আগে থেকে কোন কাস্টম রিকভারী দিয়ে থাকেন তবে Flashify লাগবে না। রিকভারী মোডে গিয়ে সরাসরিভাবে এই জিপ ফাইলটা ইন্সটল করে দিন। এরপর রিবুট করে দেখুন। কাজ হয়ে গেছে।
আর যদি কাস্টম রিকভারী দিয়ে না থাকেন তবে zip ফাইল থেকে শুধু recovery.img ফাইলটা বের করে ফোন মেমরিতে রাখুন। এরপর Flashify দিয়ে ফ্লাশ করুন।

ইন্সটলেশন পদ্ধতি

এর জন্য ফোন অবশ্যই রুটেড হওয়া লাগবে। Kingoroot দিয়ে অথবা Kingroot দিয়ে রুট করতে পারেন।
আমি ব্যক্তিগত ভাবে রিকভারী দেবার জন্য Flashify ব্যবহার করি। অবশ্যই স্টক রিকভারী ও স্টক বুট/কার্নেল ব্যাকাপ নিয়ে রাখবেন।( Flashify দিয়েই করা যায়)
বিভিন্ন সেটে Sd Card Write Permission দেয়া থাকে না। তাই আপনি রিকভারী টা আগে ফোন মেমরি তে নিন। এবার Flashify দিয়ে ফ্লাশ করুন। তারপর রিকভারী মোডে গিয়ে সবার আগে Stock Rom টা মেমরি কার্ডে ব্যাকাপ করে রাখুন।(ডিটেইল নেক্সট পোস্ট এ পাবেন)
সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন।

প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অথবা

ফেসবুকে আমি।

17 thoughts on "[Details] Lava iris505 (GP) এর জন্য বাগলেস, লেটেস্ট ভার্সনের PhilZ ও TWRP কাস্টম রিকভারী বৃত্তান্ত। ও জেনে নিন কোনটি ভাল হবে। by SR Suzon"

  1. Shamim Ahmed Contributor says:
    hmmm good bro ✌✌✌
    1. SR Suzon Author Post Creator says:
      hmm. tnx
  2. rabby Author says:
    karnel backup nibo keno?
    1. SR Suzon Author Post Creator says:
      vai cm/cm based রম পোর্ট করতে বুটও পোর্ট করা লাগে। আর এর জন্য স্টক বুট/কার্নেল লাগে
  3. EvilBoy Rain Contributor says:
    amar o ai phone ki hobe aisob kore kindly bolen….?
  4. creative420 Contributor says:
    Via lava iris30 er JONno ekta custom recovery banai den please,google a nai,plz vai den,
  5. trakar Contributor says:
    trickbd official fb page naki hack hoisilo??
  6. Toufiqe hasan sagor Contributor says:
    Vi Symphony T7 pro Twrp/Philz recovery pao jaba…. ????
  7. mahmud hasan Subscriber says:
    lava iris 505 custom rom ase ki vai
  8. Mr. Rocky Contributor says:
    Hey bro, samsung galaxy star 2 v.4.2.2 twrp ace and chipset kibabe ber korbo?
  9. Hanif__Monna Contributor says:
    Phone Brick Hobe?
  10. Hanif__Monna Contributor says:
    twrp ta install Korle ki phone brick hobe?
  11. Mad Techer Contributor says:
    apnar kaj hoyse ki?
  12. Hanif__Monna Contributor says:
    zip file insrall hocche na keno?
  13. Mostafezur Author says:
    ভাই পারলে এই ফোনের যে কোন recovery.img দিন।

    X-Touch, E1, 5.1, চিপসেট : MT6735p

Leave a Reply