কেমন আছেন সবাই আমারা এখন
প্রাই সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু
সমস্যা হল মাঝে মাঝে লক ভুলে যাই
বা কেউ শয়তানি করে দিয়ে দেয়
আপনি ও কি প্যটার্ন লক ভূলে
যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস
করতে সমস্যা হচ্ছে?
আপনার
জন্যে ২টি সমাধান সমাধান-
১ : এ কাজের জন্যে
অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন
এক্টিভেটেড থাকতে হবে
*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত ৫বার
ইনপুট করুণ। এরপর একটি
অপশন আসবে, “Forgot Pattern”?
এটাতে ট্যাপ করুণ।
*ট্যাপ করার পর আপনার গুগল
একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি
এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক
মতো ইনপুট করুণ।
*সফলভাবে জি-মেইল আই.ডিতে
লগইন করাশেষে আপনাকে নতুন
প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন
প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে
অবশ্যই সহজে মনে থাকে এমন
কোন প্যাটার্ণ ড্র করুণ।
সমাধান-২: ইন্টারনেট কাণেকশন

প্রয়োজন নেই বার বার ভুল
প্যাটার্ণ ড্র করার ফলে অনেক
সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের
কারণেও ডিভাইস লকড হয়ে যেতে
পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী
রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে
না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর
করতে হয়। জেনে নিন কিভাবে
সিষ্টেম হার্ড রিসেট করবেন
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে
আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ
মজুত আছে, যাতে প্রসেসটি
চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার
সময় Volume up & Down+power
button একসাথে প্রেস করে সেট
অন করুণ। এটা আপনাকে রিকোভারী
মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে
যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন
কোম্পানীর সেটে আরো কিছু
কম্বিনেশন কাজ
করতে পারে সেগুলো হলো
১। Volume
Down + Volume Up +
Power button.
২। Volume Down + Power button.
৩। Volume Up + Power button.
৪। Volume Up + Home + Power
button.
৫। Volume Up + Camera button.
৬। Home + Camera button.
৭। Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন
একটি কম্বিনেশন কাজ করবেই
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার
পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset”
সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম
আপ ডাউন কি দিয়ে সিলেকশনের
কাজ করতে হবে।
*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য
থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে
পাওয়ার বাটন/হোম বাটন কাজ
করতে পারে
*সবশেষে সেট রিবুট করুণ, এবং
কিছুক্ষন অপেক্ষা করুণ। এ
সম্পর্কিত লেখা আগে কেউ লিখে
থাকতে পারেন, তবুও লিখলাম কারন
সবাই জানে না।
প্রথমে এখানে প্রকাশিত হয়াছিল।

3 thoughts on "এন্ড্রয়েড প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য মিস কইরেনা"

  1. Ashfaq Contributor says:
    Vai erokom kono trick ase jeta bolbe k amar mobile e ki kortese n ja kortese ta shob amar mobile e save thakbe??
  2. ABIR Contributor says:
    factory mode err mode.
    এই লেখা টা আসছে আর কিছু আসতেছে না
  3. Ashfaq Contributor says:
    Bro data recovery er kono app ase??like photo or something jodi deleted hoye jai tahole oitake back paoar??

Leave a Reply