☞ ই মেইলের জনক – র্যায়মন্ডস্যামুয়েল
টমলিনসন।
☞ মাইক্রোসফটের জনক – বিলগেটস।
☞ www -এর জনক – টিম বার্নাসলি।
☞ মোবাইল ফোনের জনক -মার্টিন
কুপার।
☞ গুগলের জনক – সার্জেই বিন।
☞ ফেসবুকের জনক – মার্কজুকারবার্গ।
☞ টুইটারের জনক – জ্যাকডোরসেই।

☞ ই বুকের জনক – মাইকেল এসহার্ট।
☞ সিডি এর জনক – নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক -ডগলাস
এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক –
বালমেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক – এলানএমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক –
স্টিভেন জে সিসোন।
☞ ATM-এর জনক – জন শেফার্ডব্যারন।
☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা –
জিমি ওয়েলস।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

Leave a Reply