মোবাইল ফোনের স্ক্রিনে দাগ পড়লে
সেটটির সৌন্দর্য নষ্ট হয়। তবে
স্ক্রিনের দাগদূর করার বেশ কিছু উপায়
রয়েছে।

১)) দাগ দূর করার ক্রিম: মোবাইলের দাগ
ওঠাতে দাগ দূর করার ক্রিম যেমন
টার্টল ওয়্যাক্স, থ্রিএম স্ক্র্যাচ ও
সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যেতে
পারে। টুথপেস্টের মতো এটিও এক
টুকরো নরম কাপড়ে নিয়ে আঁচড়ের ওপর
হালকাভাবে ঘষে দাগদূর করতে হবে।

২))বেবি পাউডার: বেকিং সোডার

বদলে বেবি পাউডার ব্যবহার করেও
স্ক্রিনস্ক্র্যাচ রিমুভাল পেস্ট তৈরি
করা যাবে।

৩)) টুথপেস্ট: ছোট এক টুকরো নরম সুতি
কাপড়ে বা একটি কটনবাডে সামান্য
পরিমাণ টুথপেস্ট নিয়ে মোবাইলের
স্ক্রিনের যে যে জায়গায় দাগ
পড়েছে, সেসব স্থানে হালকভাবে
ঘষে দাগ দূর করা যায়। দাগ তোলা হয়ে
গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে
স্ক্রিনে লেগে থাকা টুথপেস্ট মুছে
ফেলতে হবে। তবে জেল জাতীয়
টুথপেস্ট ব্যবহারকরা যাবে না।

৪)) খাবার সোডা: ছোট একটি পাত্রে ২
ভাগ বেকিং সোডা বা খাবার
সোডা ও এক ভাগ পানি মিশিয়ে

পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড়
দিয়ে আঁচড়ের ওপর দিতে হবে। পরে
আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে
পেস্টটি মুছে ফেলতে হবে।


ভাইয়া গরীবের সাইটে আপনার দাউয়াত রইল♩♩ আশা করি আসবেন >> PostMaza.com<<

3 thoughts on "স্মার্টফোনের স্ক্রিন দাগ মুক্ত রাখতে কি করতে হবে?"

  1. khalid hasan tuhin Contributor says:
    vai khan vai number ta dan apnar sathe kotha bolbo
    1. Rouf Khan Contributor Post Creator says:
      01749457539
  2. Rimon Contributor says:
    Goood পুস্ত

Leave a Reply