আসসালামু আলাইকুম,
আসা করি আপনারা সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
সামনে পরিক্ষা তাই তেমন কোনো
টিউটোরিয়াল লিখতে পারছিনা। এ জন্য
আমাকে দয়া করে মাপ করবেন। তবে আজ
ছোট্র একটা টিউটিরিয়াল নিয়ে হাজির
হয়েছি আশাকরি সবার কাছে ভাল লাগবে।
প্রথমেই বলেনেই এইটিউনে যদি কোনো
প্রকার ভূলহয়ে থাকে তাহলে মাফকরবেন।
Image
যা যা লাগবে :-
1New Apk Editor Pro.apk
এখা‌নে ক্লিক ক‌রে এপস টা ডাডউন‌লোড ক‌রেন Click here to Download Apk Editor Pro $4.99
2) Brain
অনেক মানুষের কিছু সাধারণ প্রশ্নোত্তর
1)Root চারা কি করা যাবে?
উত্তর : অবশ্যই যাবে।
2)মোবাইলের কোনো সমস্যা দেখা
দিবে?
উত্তর : না।
3)মোবাইল না কম্পিউটার লাগবে?
উত্তর :একটা হলেই হবে।
আসা করি আপনার উত্তর পেয়ে গেছেন।
এভার দাপে দাপে কাজ শুরু করি :
.
1)প্রথমে apk edit apk open করেন।
এভার select an apk file options এ
click
করেন।

এবার আপনার Sd card থেকে আপনি যে
app edit করতে চান তাতে click করেন।
মনে করি আপনি Shareit apk এ click
করেছেন।
2)Apk file এ click করার পর তিনটা
Option আসবে। এখান থেকে Full Edit
option এ click করেন।

3)এবার কিছুক্ষণ উপেক্ষা করুন। ফাইল সব
লোড হবে। লোড শেষ হওয়ার পর দেখবেন
সব Text show করতেছে।
4)এবার আসল কাজ আপনি প্রথমে
আপনার app name change করে দিন।
মানে Shareit Name এর যায়গায় আপনার
যা মনে চায় তাই দিন।
5)এবার বাবতেছেন এর পর কি করবো?
এখানে তো অনেক Text option। ভয়ের
কারণ নাই আমি আছি না! আমরা যেহেতু
সব পরিবর্তন করবো না। আমরা যাস্ট
বেসিক গুলো পরিবর্তন করবো।চলুন শুরু
করি। একদম নিছে দেখেন Search করার
একটা option আছে।

ওখানে আপনি যে লাইন edit করতে চান
Search দিন। মনে করেন আপনি” Send ”
এ বাটন টার লিখা পরিবর্তন করবেন।
তাহলে Search box
এ Send লিখে Search দিন।

এবার দেখবেন Send নামে যত text আছে
তা show করছে। একদম নিচের লাইন
দেখবেন “Send ” এটা কেটে দিয়ে আপনার
ইচ্ছা মত দিন।
6)এবার Receive text পরিবর্তন এর
জন্য একি ভাবে search দিন। আপনার
ইচ্ছে মত text বসিয়ে দিন।

7)এবাবে আপনি যে বাটন Text edit করতে
চান তা Search দিয়ে edit করে নিন।
8)এখন আপনি Save এ click করেন। কিছু
সময় অপেক্ষা করেন। আপনার সব কিছু
সেভ এর পর install এর জন্য
notification আসবে। এভার install
করুন আর উপভোগ করুন আপনার edit
করা apk। আর বন্ধদের চমকে দিন। মজা
নিন।
আমি edit করার পরঃ

বিদ্র:App install আগে দেখে নিন ঐ
App install আছে কিনা। থাকলে
uninstall করুন। তারপর আপনার edit
করা app install করুন।
আপনার edit করা অ্যাপ টি Sd card /
apk editor folder এ পাবেন ।
apk editor দিয়ে আরো অনেক কিছু করা
যায়। যা advanced level এর কাজ।
পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারীত
আলোচনা করব।
আজকের জন্য এখানে শেষ।
সবাই ভালো থাকবেন।
‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি

9 thoughts on "[Update post] SHAREit এ লিখুন আপনার পছন্দের নাম কোন Root ছাড়াই,,$4.99 মূ‌ল্যের Pro Vertion Apps দি‌য়ে, যা‌দের হয় নাই ইনশাল্লাহ এটা দিয়ে হ‌বেই ।!!আ‌মি এটা দি‌য়ে ক‌রে‌ছি"

  1. Gamer Contributor says:
    Amioo.. krci.. full edit.
    tnx.
  2. Prince Rsm Contributor says:
    vaia….ei posta koißar koreñ
    1. msshohug Author Post Creator says:
      আগের এপস কাজ ক‌রে নাই, তাই নতুন এপ দিলাম 🙂
  3. sojib18 Contributor says:
    vai. full edit lakha ada na plz help me
    1. msshohug Author Post Creator says:
      ha
  4. Shawon Khan Contributor says:
    vaia ei posta koibar koren
    1. msshohug Author Post Creator says:
      apps changed
  5. sojib18 Contributor says:
    আপনার দুই নম্বার ছবি টা দেখেন লেখা আছে full edit. কিন্তু আমার টায় আসে না।
  6. sujan Contributor says:
    nice post.
    amar kaj korche.tnx

Leave a Reply