আপনি কি ঘুমোতে যাওয়ার আগে
মোবাইল চার্জে রেখে যান?
তা হলে এখনই সাবধান হন।
বিশেষজ্ঞদের মতে, এর ফলে আপনার
সাধের মোবাইলের চরম ক্ষতি করছেন
আপনি।
একটি সমীক্ষায় দেখা গিয়েছে,
সারা দিনের ব্যস্ততার পর মোবাইলের
চার্জ যখন প্রায় শেষ,
তখন তা চার্জে দিয়ে ঘুমোতে যান
অনেকেই। কিন্তু এর ফলে ব্যাটারি

ওভার চার্জড হয়ে যাওয়ার সম্ভাবনা
বাড়ে।
লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এই
সম্ভাবনা আরো বেশি।
ফোন অতিরিক্ত চার্জ হয়ে গিয়ে
তাপমাত্রা বেড়ে গেলে ‘লিথিয়াম
আয়ন’
ব্যাটারির কর্মক্ষমতা কমতে শুরু করে।
অন্য দিকে, চার্জ বেশি হলে
তাপমাত্রা বেড়ে যায়। বেশির ভাগ
ক্ষেত্রেই আমরা মোবাইলে কভার
ব্যবহার করি।
এর ফলে তাপ সহজে বের হয় না। এই তাপ
ব্যাটারির সেল অক্সিডেশান তৈরি
করতে পারে,
যা ব্যাটারির ক্ষমতা এবং আয়ু আরো
কমিয়ে দেয়।
এমনকি, এর ফলে মোবাই
বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে।

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

9 thoughts on "সাবধান, সারা রাত মোবাইল চার্জে রেখে যে ভয়াবহ বিপদ ডেকে আনছেন!"

  1. Big Boss Author says:
    Cover er gushti kilai??????ar use e kormu na??
  2. Sami Contributor says:
    he he he 2 year holo cover use kore sara rat charge dei….. koi kiso hoi na
  3. Big Boss Author says:
    আমি ১ সপ্তাহ আগে নিউ মোবাইল কিনেছি ভাই।। রিস্ক নিয়া লাভ কি??
  4. Sajid Contributor says:
    good news
  5. ! Contributor says:
    ফাঊ!
    কয়েক বছর ধরে ব্যবহার করছি কোনো সমস্যা ছাড়াই!
  6. bossnirob Contributor says:
    আর ভাই কপি ফোন হতে পারে
  7. Jobayer1000 Contributor says:
    কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না।
  8. Hridoy Contributor says:
    ফালতো,

    আরে ভাই Android মোবাইলে ব্যাট্যারিতে চার্জ Full হওয়ার পর অটোমেটিক ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয়, বুঝলেন..? তাই চিন্তার কিছুই নেই,যদি আপনার মোবাইলটি Android 4.0.1 + হয়

Leave a Reply