আজকাল দিনে অ্যান্ড্রয়েড ফোন
ব্যবহার করেন না খুব কম সংখ্যক
মানুষই আছেন। কিন্তু অ্যান্ড্রয়েড
ফোন ব্যবহার করতে গিয়ে অনেকেই
অনেক কিছু বুঝে উঠতে পারেন না
কীভাবে কি করবেন।
যারা জানেন না তাদের জন্য কিছু
টিপস নিয়ে এলাম। আজ আমি
আপনাদের অ্যান্ড্রয়েড এর কিছু
সেটিংস সম্পর্কে ধারণা দেব।
তাহলে শুরু করা যাক –

১)sim management: এর কাজ হচ্ছে,
আপনার কাছে যে অ্যান্ড্রয়েড
মোবাইলটা আছে তার মধ্যে ২ টা
সিম। এখন আপনি চাচ্ছেন একটা সিম
ওপেন করে রাখবেন তাহলে আপনি
sim management এ ক্লিক করলে
দেখবেন ২ টা সিম আপনার অন
অবস্থায় দেখাচ্ছে। এখান থেকে
ইচ্ছে করলে আপনি সিম বন্ধ বা
খুলতে পারেন।

sim management এর মধ্যে পাবেন
voice call, video call, messeging, data
connection .
আপনারা অনেক সময় কাউকে কল
দেখবেন যে অনেক সময় আপনি যে
সিম দিয়ে ফোন দিয়েছেন সেই
ফোনে কল না গিয়ে অন্য সিম দিয়ে
যাচ্ছে। এর কারণ কি ? এ জন্য
আপনাদের যা করতে হবে – voice call,
video call এবং messaging এ গিয়ে
always ask সিলেক্ট করে দিতে হবে।
আর যদি আপনি নেট ইউজ করতে চান
তাহলে আপনি যে সিম দিয়ে নেট
ইউজ করবেন তার জন্য data connection

এ গিয়ে আপনার সেই সিম সিলেক্ট
করে দিতে হবে। আর আপনি দেখবেন
সেইখানে অন এবং অফ করার
সিস্টেম আছে।

২)Wi-Fi: আপনারা সবাই জানেন wi-fi
কি ? কিন্তু আপনি একটি জাইগায়
বেড়াতে গেলেন সেখানে গিয়ে
দেখলেন অইখানেওয়াই ফাই আছে
এখন আপনার মন চাচ্ছে ওয়াই ফাই
ব্যবহার করবেন। তাহলে আপনি
সেটিংসে গিয়ে দেখবেন Wi-Fi
লিখা আছে আপনার কাজ হচ্ছে
ওয়াই ফাই যদি অফ থাকে অন করে
দেয়া আর কানেক্ট করে দেয়া। এখন
আপনি পাসওয়ার্ড জানলে ওয়াই
ফাই ব্যবহার করতে পারবেন।

৩)Bluetooth: আপনারা মূলত bluetooth
ব্যবহার করেন কোন ফাইল আদান
প্রদানের জন্য। কিন্তু কিছু কিছু
মোবাইল আছে ডাটা ক্যাবল
কানেক্ট করে আপনার মোবাইল এর
নেট কম্পিউটারে ব্যবহার করতে
পারবেন।

৪)Data usage: আপনার মোবাইল এর
সিম এর নেট অফ করতে চাইলে
আপনি data usage থেকে mobile data
অফ করে দিতে পারেন এবং data
usage থেকে আপনি কত এমবি
ফেসবুক ব্যবহার করেছেন এবং
আপনার মোবাইল এর যত প্রকার apps
আছে তার কতটুকু ব্যবহার করছেন
বিশেষ করে আপনার মোবাইল
ব্রাউজার ,আপনার কিছু গেইম
ইত্যাদি ।

৫)More option: আপনারা এখানে
পাবেন, airplane mode, vpn, mobile
network . আপনারা airplane mode
ব্যবহার করে আপনার মোবাইল এর সব
কাজ করতে পারবেন শুধু কথা ছাড়া।
airplane mode অন করা মানে আপনার

মোবাইল সিম কোন নেটওয়ার্ক
পাবে না। vpn ব্যবহার করা হয় ip
হাইড করার জন্য। মনে করেন আপনি
বাংলাদেশে থাকেন কিন্তু আপনি
চাচ্ছেন আপনি বাংলাদেশ থেকে
নেট ব্যবহার করবেন কিন্তু
আমেরিকা বা অন্য দেশের নাম
দেখাবে তখন আপনি vpn এর মাধ্যমে
কাজটি করতে পারবেন।mobile
network এর কথা উপরে বলেছি।

৬)Audio Profiles: আপনারা এর
মাধ্যমে আপনার মোবাইল কে
সাইলেন্স,ভাইভ্রেশন,রিংগার এবং
আপনার মোবাইল রিংটোন সিলেক্ট
করতে পারবেন।

৭)Display: আপনারা এর মাধ্যমে
আপনার ফোনের ব্রাইটনেস বাড়াতে
এবং কমাতে পারবেন। ওয়ালপেপার
যাকে বলে ইমেজ সিলেক্ট করে
আপনার মোবাইল এর ডিসপ্লে তে
নিয়ে আসাতা করতে পারবেন।স্লিপ
মোড রাখতে পারবেন।ফন্ট সাইজ বড়
এবং ছোট করতে পারবেন।
আজকে আমি অ্যান্ড্রয়েড এর মধ্যে
symphony এর কিছু সেটিংস সম্পর্কে
লিখলাম। আগামী পর্বে আপনাদের
বাকি সেটিংসগুলো সম্পর্কে ধারণা
দেব।

ট্রিকবিডির মত ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

9 thoughts on "অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োজনীয় সেটিংস টিপস। যা আপনার অবশ্যয় জানা দরকার !"

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks vai
    2. welcome bro.We try our best for development of trickbd
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks
  1. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট #ওয়াকিল
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks Friend

Leave a Reply