আজ আমি আপনাদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু অভ্যাসের কথা আপনাদের জানাবো। যা আমরা প্রায় সমচয় এই ভুল গুলো করে থাকি। যেমন ধরেন-আমরা অনেক সময় অসচেতনতার কারণে মোবাইল চার্জ দেয়া অবস্থায় ফোন আসলে রিসিভ করে কথা বলি। এটা ঠিক নয়। তাতে মোবাইল বিস্ফোরিত হয়ে বিপদ হতে পারে। মোবাইলে চার্জ না থাকলে বা চার্জ লো থাকলেও রিসিভ করা উচিত নয়। মোবাইল ফোন বালিশের নিচে রেখে ঘুমনো ঠিক নয়। তাতে ফোন গরম হয়ে ব্যাটারী এবং প্লাস্টিক গলে যায় এবং জ্বলে যায়। এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কেউ কেউ আছেন মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমান। এটাও ঠিক নয়। কারণ এতে দীর্ঘমেয়াদে ফোনের রেডিয়েশন ব্রেনের ক্ষতি বয়ে আনতে পারে। মোবাইল ফোন হ্যান্ডস ফ্রি বা টক মোড অবস্থায় প্যান্ট এর পকেটে রাখা উচিত নয়। এতে করে বীর্যের মানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে ও ভবিষ্যতে সন্তান হলে জন্য ক্ষতি হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে বেশ সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত; যেন সমূহ বিপদ এড়ানো সম্ভব হয়।

3 thoughts on "মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা!"

  1. Akibbd Contributor says:
    তথ্য গোলা আগেই জানতাম, এখন মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
    ,
    পারলে একটা জিনিস বলেদেন যে,
    কি করে এন্ড্রয়েড এর বিরক্তিকর অনলাইন এড কিভাবে বন্ধ করতে হয়।
  2. JonySikder Contributor says:
    what is হ্যান্ডস ফ্রি বা টক মোড

Leave a Reply