আসসলামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলেত লিক স্ক্রিনে যে কোন তথ্য কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই এড করবেন।

অনেকেই হয়তো আগে থেকেই জানেন কিভাবে স্ক্রিন লকে তথ্য দিতে হয়, এই পোস্টটি শুধু তাদের জন্য যারা জানেন না।

★প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলের Setting এ চলে যান।

★ তারপর Security তে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।

★এবার আপনি Owner info তে ক্লিক করে আপনার তথ্যদিন।

কারো বুঝতে কোন সমস্যা হলে এই ভিডিওটি দেখুন।

তবুও যদি না বুঝেন, তাহলে এই ভিডিওটি দেখুন। ১০০০% চ্যালেঞ্জ আপনি পারবেন

আপনি চাইলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি

4 thoughts on "এবার আপনার এন্ড্রয়েড মোবাইলের Lock Sreen যে কোন তথ্যদিন কোন সফটওয়ার ছাড়াই"

  1. Sujoy Mondal Author says:
    ভাই আমি নিজে চেষ্টা করে ৬ টা পোষ্ট করছি।কপি করি নাই।যা পারি তা দিয়ে Help করার চেষ্টা করি।কিছু না পারলেও এমন কিছু করবনা যাতে ট্রিকবিডির অসম্মান হয়।মানুষের মাঝে ভালো কিছু দেবার চেষ্টা করব।#রানা ভাই অনুরোধ করলাম আমাকে ট্রিউনার বানান। কিছু না করতে পারলেও ক্ষতি করবনা।কথা দিলাম বিশ্বাস রাখেন।ধন্যবাদ।
  2. rayhand98 Contributor says:
    Walton e5 a custom ROM installation er jonno help dorkar
  3. Ringku Contributor says:
    amar tablet a full charge kore bondho kore 1 ghonta por dekhi 85% abong druto charge kome jai.abong 1ghonta dekhar por dekhi 25% .rekhe dei abar pore dekhi 65%- 66% hoyya geche.at kisher sommasha? help plz?

Leave a Reply