কমবেশি সবাই আমরা ভাল মানের এবং ভাল কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করে থাকি।
কিন্তু নকল মোবাইলের কারনে অনেক সময় সমস্যায় পরতে হয়। যা প্রতিনিয়ত ধোকা খাচ্ছি এবং

বঞ্চিত হচ্ছি আসল মোবাইলের মজা থেকে।

বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে নকল স্মার্টফোন।

দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন

এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে।

নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি

মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।

এখন কি ভাবে চিনবেন আপনার মোবাইল টি আসল না নকল। এটা দেখা খুব সহজ। এটা দেখতে হলে আপনাকে
মোবাইলের ১৫ সংখ্যার ইমেই নাম্বার দিয়ে এটা দেখা সম্ভব। দুই সিম মোবাইল দুইটি ইমেই নাম্বার থাকে।

প্রথমে আপনার মোবাইল থেকে ডায়েল করুন *#০৬#
দেখিবেন ১৫ সংখ্যার একটা ইমেই নাম্বার আসছে।

ওটা লিখে রাখেন এর পর এখানে যান একটা পেজ আসবে। দেখবে enter IMEI e.g.123456789012347

এরপর নিচের স্কিনসটটা দেখেনিন

11

যেখানে enter IMEI লেখা আছে সেখানে ১৫ টি সংখা দেই। তারপর 

22

I’m not a robot -চাপুন

CHECK-ক্লিক করুন।

33

দেখুন আপনার মোবাইলের সকল থত্য চলে আসছে।

আবার দেখে নেই

44

 

 

বাস পেয়ে  গেলন আপনার মোবাইলটা আসল না নকল ।

আপনারা  সবাই ভাল থাকবেন সুন্দর থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

চাইলেই ফেসবুকে আমাকে পাবে এখানে গেলে

 

 

3 thoughts on "আসল নকল মোবাইল চেনার সহজ উপায়"

  1. Azim Ahmed Contributor says:
    Mbl er discription to mbl er baskei ase..Asol na nokol seta ki dekhe bujhbo bolo?

Leave a Reply