ইন্টারনেট সংযোগ পরীক্ষা: আপনার
ইন্টারনেট সংযোগ ঠিকঠাক চলছে কি না,
সেটি সহজেই পরীক্ষা করে নিতে পারেন।
এ জন্য www.speedtest.net ওয়েব ঠিকানায়
ঢুকে Begin Test-এ ক্লিক করে কিছুক্ষণ
অপেক্ষা করুন। পরীক্ষা সম্পন্ন হলে আপনি
কেমন গতির ইন্টারনেট ব্যবহার করছেন, তা
জানতে পারবেন।
পিসিতে ভাইরাস স্ক্যান: কম্পিউটারে
ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে কাজের
ক্ষতির সঙ্গে ইন্টারনেট সেবাও ধীরগতির
করে দিতে পারে। তাই ভালো এবং
নিবন্ধিত অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার
স্ক্যান করে নিন। কম্পিউটারের ভাইরাস
ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত করলে সঠিক
সেবা পাওয়া যাবে না।
স্বয়ংক্রিয় হালনাগাদ বন্ধ রাখুন:
কম্পিউটারের উইন্ডোজ আপডেট এবং অন্য
অনেক সেবা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ

(আপডেট) হয়ে যায়। এটি বন্ধ করতে না
পারলে কখনো অযথা ইন্টারনেট ব্যয় হয়।
উইন্ডোজ আপডেট বন্ধ করতে Control Panel-এ
গিয়ে Windows Update-এ ক্লিক করে সেটি
খুলুন। এখানে বাঁ পাশের তালিকা থেকে
Change Settings-এ ক্লিক করে খুলুন। এখানে
Important updates ড্রপ-ডাউন মেনু থেকে
Never check for updates (not recommended)
নির্বাচন করে নিচের টিক দেওয়া বাকি
অপশনের টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন।
টুলবার ও এক্সটেনশন বন্ধ রাখুন: অনেক সময়
ইন্টারনেট ব্রাউজারের অপ্রয়োজনীয় কিছু
টুলবার ও এক্সটেনশন যোগ হয়ে যায়। এর
মধ্যে Ask Toolbar, iLividসহ অন্য অনেক টুলবার
যোগ হলে বিড়ম্বনার শিকার হতে হয়। এগুলো
সরিয়ে (রিমুভ/আন-ইনস্টল) ফেললে
ইন্টারনেট সেবায় আর বিড়ম্বনায় পড়বেন
না।
ব্যান্ডউইটথ বাড়িয়ে নিন: উইন্ডোজ
অপারেটিং সিস্টেম কম্পিউটারের জন্য
কিছু ব্যান্ডউইটথ নির্দিষ্ট করে রাখে। এটি
বন্ধ করে নিলে ইন্টারনেটের গতি কিছুটা
বেড়ে যাবে। এ জন্য উইন্ডোজ ৭-এর Start
Menu থেকে Run প্রোগ্রাম চালু করুন।
এখানে gpedit.msc লিখে এন্টার চাপুন। গ্রুপ
পলিসি এডিটর খুলে গেলে এর বাঁ পাশের
Computer Configuration থেকে Administrative
Templates-এ গিয়ে Network-এ ক্লিক করুন।
এবার তালিকায় থাকা QoS Packet Scheduler-
এ দুই ক্লিক করে খুলে নিন। এখানে Limit
reservable bandwidth-এ দুই ক্লিক করে খুলে
Enabled-এ টিক দিয়ে দিন। এবার Bandwidth
limit (%) ঘরে ০ (শূন্য) লিখে ওকে করুন। এবার
কম্পিউটার রিস্টার্ট করে নিয়ে ব্যবহার
করতে থাকুন।
Gp free Net

6 thoughts on "খুব সহজেই বাড়িয়ে নিন ইন্টারনেটের গতি"

  1. Paglu Contributor says:
    Trickbd akhon News bd hoia gece
  2. AMBITIOUS Contributor says:
    এত পরিশ্রম করে পোস্ট করি রানা ভাই কে review করবেন না?

    69560 user id
    ফ্রি ফেইসবুক ;ফ্রি Sports news;ফ্রি কুরআন…পোস্ট করেছি
    রানা ভাই tuner বানান।…….

  3. AMBITIOUS Contributor says:
    এত পরিশ্রম করে পোস্ট করি রানা ভাই কে review করবেন না?
    ১২+ টা পোস্ট করেছি
    69560 user id
    ফ্রি ফেইসবুক ;ফ্রি Sports news;ফ্রি কুরআন…পোস্ট করেছি
    রানা ভাই tuner বানান।…….
  4. Arfan Khan Author says:
    Vai post ta eivabe roconar moto na likhe ektu mansommoto vabe post kren…

Leave a Reply