[Experiment] Highly Compressed কি? আসলেই Highly Compressed ফাইল কাজ করে? এ নিয়ে আপনাদের ভুল ধারণা + আমার গবেষণা – by Riadrox

Introduction

## আজ থেকে ২ বছর আগে এ কথাটির সাথে আমি পরিচিত হই। Highly Compressed নিয়ে আগে কখনও কাউকে লিখতে দেখি নি। আর এ নিয়ে সবার অনেক রকম ভুল ধারণাও আছে।

## আছ আমার অর্জিত কিছু জ্ঞান দিয়ে দেখি আপনাদের ভুল ধারণাটা ভাঙাতে পারি কিনা।

Highly Compressed কি?


## এর অর্থ কোনো কিছুকে চেপে ছোট করে ফেলা। তাও আবার উচ্চ পদ্ধতিতে। অর্থাৎ একদমই ছোট করে ফেলা।

## যেমন- বাস্তবজীবনে একটা স্পন্জ কে চাপ দিয়ে একদম ছোট করে ফেলা। তেমনি কোনো ফাইল বা ফোল্ডারকে Compress করে ছোট করে ফেলা।

কিভাবে এটি সম্ভব? এও কি সম্ভব?


## অবিশ্বাস্য হলেও তা সম্ভব। Encryption DES সিস্টেমে ডাটা Encrypt করার সময় এই আইডিয়ার জন্ম।

## কোনো ফাইলকে Zip করার সময় সেটিকে ১০০ ভাগে ভাগ (Split) করে compress হয়। বাস্তবে কোনো কিছুকে ভাগ করলে অনেক বেশি হয়ে যায়। কিন্তু এখানে উল্টো।

## আপনি নিজেই আপনার ফোনে ১০০টা ছবি একসাথে Compress ও একটা আলাদা করে Compress করে দেখতে পারেন। ১০০টার আসল সাইজ ১০০এমবি হলেও Compress করার পর ৯৬/৯৭mb দেখাবে। এটা Highly Compress নয়।

## Highly Compress এ আপনি ২/৩ জিবি বা ২০/৩০জিবি বা তারও বেশি বড় ফাইলকে কয়েক mb তে Compress করতে পারবেন।

কিভাবে করবেন?

## আপনার মোবাইলে এটা সম্ভব নয় কারণ এর জন্য ভাল মানের সিপিউ প্রয়োজন।

## পিসিতে এটি সম্ভব। WinRar, KGBArchiever দিয়ে সম্ভব। তবে,

## উন্নত মানের সিপিউ থাকতে হবে। Ram বেশি থাকতে হবে।

এটা যখন সম্ভব, তাহলে কেউ করে না কেন?? বড় বড় ফাইল Highly Compress করলেই তো আমাদের Mb খরচ কমে যায়।


## কারণটা শুনুন। বাজারে যেয়ে উন্নতমানের সিপিউ এর কথা বলবেন। উন্নতমানের টাই দেখাবে। কিন্তু দাম শুনলেই বুঝবেন।

## দ্বিতীয়ত CPU যত ভালো হোক। ২জিবির একটা ফাইল কম্প্রেস করতে ৫-৬ঘন্টা লাগবেই।

## কম্প্রেসের মাঝে বিদ্যুত চলে গেলে আবার প্রথম থেকে স্টার্ট।

## বেশি চাপের ফলে দামি CPU Damaged

আর কিছু বলার প্রয়োজন নেই হয়ত। আপনারা বুঝে গেছেন।

তবে নেটে যে অনেক Highly Compressed ফাইল আছে ঐগুলো?


## যেগুলো পাবেন ঐগুলার একটাও কাজের না। দেখবেন যে এগুলা ছাড়ে সে দু একটা ছেড়েছে তার বেশি নয়।

## কারণ বুঝতেই পারছেন।হয়ত তার Cpu damaged নয়ত সময় পায় না। কেউ কেউ তো পাসওয়ার্ড দিয়ে রাখে।

## রাখবেই তো। এতো কষ্টের ফসল ফ্রিতে কে বিলি করবে।

বুঝলাম, কিন্তু কাজের না কেন??


## দেখুন। আজ পর্যন্ত কত Highly compressed Games + Movies ডাউনলোড করেছি তার হিসাব নাই।

## বেশিরভাগই Corrupted. কারণ একটাই Compress এর সময়ই ঐটা Corrupt হইছে। আপনারে কেউ ৫ঘন্টা ধরে গালি দিলে আপনিও Corrupt হইবেন।

## একটা ২mb মুভি ডাউনলোড করে Extract করছিলাম। ৯০০mb হইছে। মুভি ১০মিনিট দেখার পর Error.

##এ থেকে বোঝা যায়, highly compressed করা বুদ্ধিমানের কাজ না।

সব Highly Compressed ফাইল কি ভুয়া?


না। কিছু কিছু আসল। যেমন ধরেন ৬০০mb এর টা ৮০এমবিতে কম্প্রেসড।

নকল- ২জিবি কম্প্রেসড টু ১০/১২ এমবি। কিছু ব্যতিক্রমও আছে যেগুলো পিসি দিয়ে Extract করলে ঠিকমত চলে।

আপনাদের কিছু ভুল ধারণা + সমাধান


১) GTA Vice City + SA + Other Compressed গেম খোঁজা। কোনো লাভ নেই। এগুলা কোনো কাজের না। আমি সব ঘেটে খেয়েছি।

২) পাসওয়ার্ড এর জন্য Survey পুরণ। – কোনো লাভ নেই, আপনার সময় নষ্ট ঐ দিকে তাদের Per survey ১০$ পাওয়া। Its a trap!!

৩) নিজের কম্পিউটার দিয়ে Highly Compressed করার চেষ্টা। – আপনার সিপিউ এর কার্যক্ষমতা কমে যাবে + আগের চেয়ে স্লো কাজ করবে।


এত কিছুর পরও যারা “Highly Compressed দেন” বলে চিল্লাবেন তাদের জন্য আমার পরামর্শ গুগলে সার্চ দিয়ে কোনো Highly Compressed গেমস বা মুভির পোস্ট এর কমেন্ট গুলো পড়বেন। ঐগুলা আমার পক্ষ থেকে।


————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB


32 thoughts on "[Experiment] Highly Compressed কি? আসলেই Highly Compressed ফাইল কাজ করে? এ নিয়ে আপনাদের ভুল ধারণা + আমার গবেষণা – by Riadrox"

  1. Obuj Balok Contributor says:
    awesome bro..
    1. jubaer hasan Subscriber says:
      wolton primo f 6 a kivaby chastom room,,, instoll dibo..ar brick holy konta diye firia anbo…ar sata buckup rakbo ki vavy……. please….. help….my.. big bro
  2. talukdar Contributor says:
    অসংখ্য ধন্যবাদ ভাই।অনেক কিছু জানলাম।
  3. Lucky Contributor says:
    Se too bujlam….kintu Highly Compressed korbo kivabe… akta tuitorial share korle valo hoto….amar kichu documents Highly Compressed kore rakte chai…??
    1. Shaheen Uddoula Author says:
      ? PC re bash dien na
    2. Lucky Contributor says:
      ## Shaheen Uddoula ##
      Ta Oo….amar aktu dorkar 6ilo
  4. Md Sakib Hasan Contributor says:
    6.0 ki vaay root kor bo ?
  5. Md Sakib Hasan Contributor says:
    6.0 ki babay root kor bo ?
  6. স্টুপিড Subscriber says:
    kew k tuner id sell korbe….?
    korle amar sathe contract kro
    fb id – facebook.com/sstupid.420
  7. Ahad Author says:
    Thanks for the information!
  8. Rimon Islam Contributor says:
    অসাম।কিপ ইট আপ
  9. creative420 Contributor says:
    কেও কি আমাকে samsung s3 mini এর জন্য ভাল কাস্টম রম দিতে পারবেন।না?
    Mtk 6575
  10. SagorSrkian Author says:
    অসাধারণ লিখেছেন @RaidRox
  11. Yeasher Arafath Author says:
    পোষ্ট টা ভাল লাগল ☺
  12. Mahbub Subscriber says:
    vai sobei to bujlam..but amar 32gb file compressed kore jodi gb banano jabe??
  13. Ahmed Marjan Contributor says:
    Thanks bro. for this helpful idea.
  14. Shojol Ahmed Contributor says:
    amio onk highly compressed games download korechi….ektaw kaj kore ni
  15. Rj Rakib Contributor says:
    tnx bhai
    ..kintu highly compress krbo kivabe ekta tutorial diyen
    1. Shaheen Uddoula Author says:
      ? PC re bash dien na
  16. Nur Md Nirob Contributor says:
    পোষ্ট টা ভাল লাগল
  17. LORD REGAN Contributor says:
    পুরো কাহিনী টাই এক পোস্ট-এ!! তাও এত সহজে! Thanks bro.
  18. Shabuuru OS Contributor says:
    খুব সুন্দর
  19. Alve Contributor says:
    nice tune
  20. New Hridoy Contributor says:
    ei vaier sob post i big, useful
  21. sajeeb ahmed Author says:
    Compresd somporke jante parlam…dhonnobad bro
  22. jubaer hasan Subscriber says:
    wolton primo f 6 a kivaby chastom room,,, instoll dibo..ar brick holy konta diye firia anbo…ar sata buckup rakbo ki vavy……. please….. help….my.. big bro

Leave a Reply