Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট….. হওয়া ছবি ফেরত পেতে জেনে নিন এই কৌশল

অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট….. হওয়া ছবি ফেরত পেতে জেনে নিন এই কৌশল

স্মার্টফোনের জগতে এখন অ্যান্ড্রয়েড
ফোনেরই রমরমা। জেনে নিন, অ্যান্ড্রয়েড
ফোনে ডিলিট হয়ে যাওয়া ফোটো বা ভিডিও
উদ্ধারের কৌশলটা।
.
.
.
.
অ্যান্ড্রয়েড ফোনের ছবি এবং ভিডিওগুলো
কোথায় স্টোর করছেন তা আগে জেনে নিন। যদি,
ছবি বা ভিডিওগুলি মেমরিকার্ডে স্টোর থাকে, তা হলে
অসুবিধা নেই।
.
.
এখান থেকে ছবি ডিলিট হয়ে গেলে অনলাইন
থেকে একাধিক ‘রিকভার সফটওয়্যার’-এর সাহায্য নিতে
পারেন। এরমধ্যে যেমন আছে ‘রেকুভা’ নামে
একটি রিকভারিং সফটওয়্যার।
.
.
অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারন্যাল মেমরি বা ফোন
মেমরি থেকে ছবি অথবা ভিডিও ডিলিট হলে চিন্তার
বিষয়। এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও আশা
জোগাতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’।
.
.
তবে এই অ্যাপ ব্যবহার করার আগে সতর্কীকরণটা

মাথায় রাখুন। কারণ, ‘ডিস্ক ডিগার অ্যাপ’ রুটেড
অ্যান্ড্রয়েড ডিভাইস-এর ক্ষেত্রেই কাজ করবে।
.
.
কী করে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে
হবে, তার জন্য অনলাইনে একাধিক টিউটোরিয়াল
রয়েছে।
.
.
অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনও ফাইল ডিলিট
হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়।
যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু
ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার
সম্ভাবনা থাকে।
.
.
তাই, ডিলিট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত কোনও
ধরনের সিস্টেম আপডেশন বা ফোন মেমরিতে
ছবি সেভ, ডকুমেন্ট ফাইল সেভ করবেন না। গুগল
প্লে-স্টোর থেকেই পেয়ে যাবেন ‘ডিস্ক ডিগার’
অ্যাপ।
.
.
ডাউনলোড সম্পূর্ণ হলে ‘ডিস্ক ডিগার’ অ্যাপটি ওপেন
করুন। এবং যে স্থান থেকে ফাইল ডিলিট হয়েছে
সেটাকে চিহ্নিত করুন।
.
.
ফাইল টাইপ সিলেক্ট করুন। যেমন— জেপিজি, না পিএনজি
না এমপি ফোর। ওকে বাটনে ক্লিক করুন এবং এর পর
অ্যাপটি ডিলিট ফোটোর সন্ধানে স্ক্যান করবে।
.
.
স্ক্যান শেষ হলে, ‘ডিস্ক ডিগার’ ডিলিট ফাইলের তালিকা
দেখাবে। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে।
কোথায় ফাইলগুলি সেভ করবেন, সেই জায়গাটা
দেখিয়ে দিতে হবে।
.
.
______
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে


________
গ্রামীণফোনে দিচ্ছে ৮
জিবি ইন্টারনেট ডাটা সম্পুর্ণ ফ্রি!
এখানে ক্লিক করুন

________

জিপি-ফ্রি-নেট-ফুল-৩g-সবার-চলবে
বিস্তারিত এখানে ক্লিক করুন

7 years ago (Mar 16, 2017)

About Author (122)

Princezzzz
author

good boy// but the author khow everything about technology just ask me what your need :) :) fb.com/merouf Number : +8801749457539

Trickbd Official Telegram

3 responses to “অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট….. হওয়া ছবি ফেরত পেতে জেনে নিন এই কৌশল”

  1. Wrifat Contributor says:

    bro screen shot dile valo hoto but nice 🙂

  2. flovet Contributor says:

    Symphony i10 2GB ➡ Root korbo kmne ???!

Leave a Reply

Switch To Desktop Version