## মাল্টি টাস্কিং ও মাল্টি উইন্ডো হচ্ছে এড্রয়েড ফোনের বিশেষ ফিচার যা সব মোবাইলে থাকে না। শুধু বিশেষ বিশেষ ফোনে থাকে। কিন্তু আর চিন্তা নেই এবার সব ফোনেই চলবে।
##এর জন্য নিচের লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। ইন্সটল দিন। স্টাটাস বারে একটা আইকন আসবে সেখান থেকে নতুন উইন্ডো নিতে হবে।
## এর সাহায্যে বিভিন্ন অ্যাপ একই সাথে চালাতে পারবেন। পিসির মত উইন্ডোর সাইজ কমাতে বাড়াতে পারবেন।
## বিভিন্ন অ্যাপ এ শিফট হতে রিসেন্ট মেনুতে যেতে হবে না। হোম স্ক্রিনেই সব কন্ট্রোল করতে পারবেন।
## এটা দিয়ে ইন্টারনেট / ইউটিউব চালালে খুব কম ডাটা কাটবে। কারন এর আকার ছোট।
স্ক্রিনশটঃ
## আমি হোম স্ক্রিন থেকে সব কিছু কন্ট্রোল করতেছি। তাছাড়া অনেক উইন্ডো হলে মিনিমাইজ করে রাখা যায়।
## নতুন উইন্ডো নিতে হলে স্টাটাস বারে থাকা আইকনে ক্লিক করলেই হবে।
ডাউনলোড লিংক
NB: Use Default Browser, Uc, Opera, Chrome Browser [Not Mini Browser ] To download.
Download Step:
Link এ যান।> Free Download এ ক্লিক করুন > Captcha লিখুন> timer শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন> Create Download Link এ ক্লিক করে। ডাউনলোড করে নিন।
9 thoughts on "[No Root] মাল্টি টাস্কিং ও মাল্টি উইন্ডো চলবে এবার সব ফোনেই। মিস করলেই লস।"