Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » তিন উপায়ে Whatsapp এর মেসেজ সিন করুন সেন্ডকারিকে কোন সংকেত না দিয়েই।

তিন উপায়ে Whatsapp এর মেসেজ সিন করুন সেন্ডকারিকে কোন সংকেত না দিয়েই।

ট্রিকবিডি এর পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানায়।
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক টিউটোরিয়াল নিয়ে।
আজকের বিষয়→কিভাবে Whatsapp এর মেসেজ সিন করবেন,সেন্ডকারিকে কোন সংকেত না দিয়েই।তাও আবার তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে

আমরা জানি কেউ Whatsapp এ মেসেজ দিলে তা আমরা seen করলে দুইটি নিল চিহ্নের মলমাধ্যমে সেন্ডকারি বুঝতে পারে যে আমরা মেসেজ সিন করেছি।
কিন্ত নিম্নোক্ত তিন উপায়ের একটা অবলম্বন করলে সেন্ডকারি কিছুই জানতে পারবেনা। তো চলুন শুরু করা যাক।

১ম উপায়

→প্রথমে আপনার ফোনের Whatsapp Open করুন।
→এবার Whatsapp এর Setting এ যান।

→Account এ ক্লিক করুন।এবার যে পর্দা আসবে ওখান থেকে Privacy তে ক্লিক করুন।
→যে নতুন পর্দা আসবে ওখানে দেখুন Read Receipt নামে একটা লিখা আছে।
→এবার Read receipt এর পাশে যে বক্স আছে ওখান থেকে ঠিক মার্কটি তুলে দিন।
ব্যাস কাজ শেষ।

২য় উপায়

যখন কেউ মেসেজ সেন্ড করে সাধারণত তা Notification এ আসে।ওই Notification Bar থেকেও কিন্তু মেসেজ সিন করা যায়,এক্ষেত্রেও সেন্ডকারি জানতে পারবেনা আপনি মেসেজ সিন করেছেন।
উপায়→
আপনার কাছে কেউ মেসেজ পাঠালে তা Notification Bar এ আসবে।ওই Notification এর নিছে দেখুন লিখা আছে Reply।
এবার Reply এ ক্লিক করুন।দেখবেন মেসেজটি Show করবে।সেখান থেকে আপনি মেসেজটি পড়তে পারবেন। সেক্ষেত্রে সেন্ডকারি জানবেনা আপনি মেসেজ Show করেছেন।

৩য় উপায়

কেউ মেসেজ পাঠালে তা Unseen করা অবস্থায় ফোনের ডাটা অফ করে দিন।এবার মেসেজটি Seen করুন।সেন্ডকারি বুঝতে পারবেনা আপনি মেসেজ সিন করেছেন।
ব্যাস ৩টি উপায় বলে দিলাম।এই তিন উপায়ের যেকোন একটি অবলম্বন করলে সেন্ডকারি বুঝতে পারবেনা আপনি মেসেজ সিন করেছেন।

আমার আগে কেউ এই পোষ্ট করে থাকলে মাফ করে দিবেন।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

7 years ago (Apr 19, 2017)

About Author (48)

Mc News
contributor

Mc News is a Bangladeshi verified online news paper. I'm sharing important tech news in trickbd.

Trickbd Official Telegram

13 responses to “তিন উপায়ে Whatsapp এর মেসেজ সিন করুন সেন্ডকারিকে কোন সংকেত না দিয়েই।”

    • Adnan Shuvo Contributor Post Creator says:

      ধন্যবাদ।

    • Dibbo Author says:

      যে সকল Contributor রা, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → bigowap.com
      রেজিস্ট্রেশন করলেই Author

  1. Little Boy Contributor says:

    এতো কিছু লাগে না,শুধু Data off করে দেখলেইতো হয়!.

  2. AlaminFX Author says:

    Nice post bro!!

  3. sabbir khan Author says:

    nice post… আগে থেকে জানতাম। সবাইকে শেয়ার করার জন্ন্য ধন্যবাদ

  4. abir202 Contributor says:

    Unseen করতে গেলে, Setting > Privacy> Last Seen, No Body করে দেন

  5. Rs Rakib 1996 Contributor says:

    imo te ki emn system ache??

Leave a Reply

Switch To Desktop Version