আমাদের দেশের অধিকাংশ স্মার্ট ফোন ইউজারই এন্ড্রয়েড ইউজার।

আর যার অধিকাংশই দুই সিম বা ডুয়েল সিম সাপোর্ট করে।
ডুয়েল সিম সাপোর্ট করলেও স্মার্ট ফোন গুলোতে একি এপস দুইটা ইউস করা যায় না। কিন্তু দেখা যায় অনেক সময় একি এপস দুই বা তার অধিক প্রয়োজন হয়ে পরে। যেমন ধরুন “ফেসবুক” এপস টি বা “ম্যাসেঞ্জার” এপসটি।
আমাদের অনেকের একের অধিক ফেসবুক আইডি থাকে। কিন্তু একের অধিক ফেসবুক এপ্স ব্যবহার করা সম্ভব নয় একি ফোনে।
আজ তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম এমন একটি এপস যার মাধ্যমে আপনি সহজেই যে কোন এপ্স সহজেই ক্লোন করতে পারবেন।
আর ইউজ করতে পারবেন একের অধিক যেকোন আইডি। একি সাথে আপনি এই এপ্স দিয়েই আপনার ক্লোন করা এপ্স গুলোর আইকোন ও নাম চেঞ্জ করে নিতে পারবেন। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি আসল এপ্স কোনটি ক্লোন।
এর নাম App Cloner।

Click here to download

আর আমি আপনাদের যেই লিংকটি দিচ্ছি তা এই এপের প্রিমিয়াম ভার্সন। যা সম্পুর্ন ফ্রীতে।
এপটি ইউজ খুবিই সহজ তবুও যদি না বুঝে থাকেন তবে ইউটিউবে ভিডিওটি দেখতে পারেন। এর ফলে আপনার কাছে আরো সহজ বধ্য হয়ে এপটি ইউজ করা।

জিপি সিম হ্যাক করে ফুল স্পিডে ফ্রি নেট চালাতে
এখানে ক্লিক করুন

7 thoughts on "ক্লোন করুন যে কোন এন্ড্রয়েড এপ্স নিজ এন্ড্রয়েড ফোন দিয়ে"

  1. Shahariar Forazy Contributor says:
    vai seshe gp free ta trick din na,plz
  2. oanchingpong Contributor says:
    মিয়া কয়েকটা screen st দিলে কি হইত…????
  3. SagorSrkian Author says:
    Screenshot কই? :/
  4. Mehbub Contributor says:
    coc ki cholbe?
  5. WapmasterArif Contributor says:
    Help pls..

    amar samsung S dous 2 mobile charge a dile kicu second por battery disconnected ase. pls somadhan din.

  6. abrno34 Author says:
    ভালো পোস্ট

Leave a Reply