Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » এবার আরো ইস্পিড এ ইন্টারনেট ব্যাবহার করার কিছু নতুন কৌশল জেনে নিন

এবার আরো ইস্পিড এ ইন্টারনেট ব্যাবহার করার কিছু নতুন কৌশল জেনে নিন

দিন দিন অনলাইন ব্যবহারের পরিমান
বাড়ছে। অফিসের কাজ, পড়াশুনা থেকে শুরু
করে ব্যবসা-বানিজ্য সব ক্ষেত্রেই শুরু
হয়েছে অনলাইন নির্ভরতা । তবে এ
মাধ্যম ব্যবহারে একটু কৌশলী হলে
প্রয়োজনীয় কাজটি সহজে যেমন করা যায়,
তেমনি কম সময়েও বেশি কাজ করা
সম্ভব।
ইন্টারনেটের বেড়াজাল এড়িয়ে ও দ্রুত কাজ
করার মাধ্যমে সময় বাঁচানোর কিছু কৌশল
মেনে চলেন অভিজ্ঞরা। মাত্র একটি
কমান্ড দিয়ে কয়েকটি কমান্ডের কাজ
করে ফেলা যায়। পাঠকদের জন্য এমন
কয়েকটি কৌশল তুলে ধরা হলো এ
টিউটোরিয়ালে।
সর্বশেষ ট্যাব দেখা

অনেক সময় ভুলক্রমে সর্বশেষ ব্যবহার
করা ট্যাবটি বন্ধ হয়ে যায়। সেটি আবার
ওপেন করতে ব্রাউজারের সেটিংসে গিয়ে
হিস্টোরি অপশনে যেতে হয়। তবে
কিবোর্ডে শুধু ‘Ctrl+Shift+T’ চাপলেই
সর্বশেষ চালু করা ট্যাবটি ফিরে আসবে।
দ্রুত ইউআরএল লেখা
কোনো ওয়েবসাইট ভিজিট করলে হলে
ব্রাউজারে ইউআরএলটি লিখতে হয়। যেমন
: Www.thebangladeshtoday.com। তবে সময়
বাঁচাতে শুধু Thebangladeshtoday লিখে Ctrl
+Enter চাপলেই হবে। খুলে যাবে আপনার
কাঙ্খিত সাইটটি।
নতুট ট্যাবে লিংক চালু
ইন্টারনাল লিংকযুক্ত কোনো সাইট আলাদা
ট্যাবে চালু করতে সাধারণ মাউসের রাইট
বাটনে ক্লিক করে ‘open Link New Tab’
অপশনটিতে ক্লিক করতে হয়। তবে মাউস
ক্লিকের ঝামেলা থেকে মুক্তি পেতে যে
কোনো লিংক নতুন ট্যাবে ওপেন করতে
চাইলে ‘Ctrl’ চেপে লিংকটিতে ক্লিক
করলেই হবে।
গোপনে ব্রাউজিং
গোপনে ব্রাউজিং করতে চাইলে
ব্রাউজারের রয়েছে প্রাইভেট ব্রাউজিং
সুবিধা। এ জন্য আলাদাভাবে সেটিং মুডে না
গিয়ে শুধু Ctrl+Shift+N চাপলেই হবে।

সৌজন্যঃ আমার সাইট

7 years ago (Aug 07, 2017)

About Author (23)

polash
contributor

জেকোন ডিজাইনের সাইট বানাতে যোগাযোগ করুন আমার সাথে মাত্র ২০০ টাকায় এবং সাইট সম্পরকে সাহায্য দরকার হলে আমাকে বলতে পারেন জতটুকু পারি সাহা্য্য করার চেস্টা করব। 01995864898 আমর সাইট -NewTips25.Com

Trickbd Official Telegram

5 responses to “এবার আরো ইস্পিড এ ইন্টারনেট ব্যাবহার করার কিছু নতুন কৌশল জেনে নিন”

  1. HD Mohan Contributor says:

    আমাক কেও Author বানাও plzz

  2. asifdinar Contributor says:

    ভাই আমার ফোনে auto ভলিউম বাড়তে থাকে।ফোন স্লিপ মোডে থাকলেও।তাই চার্জও থাকে না।সবসময় লাইট অন হয়ে থাকে।volume key দিয়ে সাউন্ড কমালে তবেই থামে।

  3. asifdinar Contributor says:

    এইভাবে বড় সমস্যায় আছি।please কেউ help করেন।

Leave a Reply

Switch To Desktop Version