বিশ্বের অন্যতম স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের এখন পর্যন্ত সেরা ফোন হিসেবে তৈরি করা হয়েছে ‘গ্যালাক্সি নোট ৮’। তবে নকশা ও উপযোগিতার কারণে আকর্ষণীয় এ ফোন পেতে হলে গুণতে হবে বড় অংকের টাকা।

এরআগে গত বছর বাজারে ছাড়া গ্যালাক্সি নোট ৭ এবং ব্যাপক জনপ্রিয় গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়েও বেশ ব্যয়বহুল নতুন এ ফোন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুরুতে গ্যালাক্সি নোট ৮ মিলছে কর ছাড়াই এক হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা)।
বেশ ব্যয়বহুল হলেও, এরইমধ্যে ফোনটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। কেন মানুষ গ্যালাক্সি নোট ৮ কিনবেন; এমন কয়েকটিও দিকও ব্যাখ্যা করেছে নাইনটুফাইটগুগল.কম।
এস পেন: প্রতিটি গ্যালাক্সি নোটের মূল ফিচার থাকে এস পেন। নতুন নোট ৮-এ থাকছে আইপি৬৮ মাত্রার এস পেন। এটি পানি ও ধুলা থেকে প্রতিরোধে কাজ করে এবং এর সাহায্যে পানির নিচে রেখে বা স্ক্রিন বন্ধ করেও লেখা সম্ভব।
ডুয়েল ক্যামেরা : গ্যালাক্সি ফোনের মধ্যে এ ডিভাইসেই প্রথম ডুয়েল ক্যামেরা ফিচার সুবিধা যুক্ত করা হয়েছে। এর পেছন দিকের উভয় লেন্সই দৃষ্টিগতভাবে স্থিতিশীল। দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহারের সময় এটা অধিক স্থির ছবির উপযোগী, যাতে টেলিফটো লেন্স রয়েছে; আইফোন ৭ প্লাস ও অনপ্লাস ৫-এর মতো এেই লেন্স প্রতিকৃতি ও স্বল্পদূরত্বের ছবি তুলতে কার্যকর।
শক্তিশালী র্যাম : এ ফোনে রয়েছে ৬ জিবি র্যাম , যা গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়ে ২ জিবি বেশি। তবে বেশি র্যামের সুফল একেবারে পাওয়া যাবে না। দীর্ঘ ও বহুমুখী ব্যবহারের বাড়তি র্যাম দারুণ কার্যকরী হবে।
বড় ও স্পন্দনশীল ডিসপ্লে : নোট ৮-এ প্রথমবারের মতো বড় আকৃতির ও স্পন্দনশীল ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে, যা ফোনটিকে এর হার্ডওয়্যারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ৬.৩ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
মূল্যছাড় : আকর্ষণীয় এ ফোনের উচ্চমূল্যের কারণে অনেকে দাম কমার অপেক্ষায় থাকছেন। তবে এরইমধ্যে অনেকে ফোনটি পেতে অগ্রিম অর্ডারসহ নানাভাবে বুকিং করেছেন। তবে কিছু শো বিক্রয় প্রতিষ্ঠান মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে মেমরি কার্ড, তারবিহীন চার্জার ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

3 thoughts on "যে কারনে স্যামসাঙ গালাক্সি ৮ নিয়ে সরগল জেনে নিন।"

  1. Net Master Author says:
    tnx for information
  2. hridoy red Author Post Creator says:
    thnc
  3. Semu Contributor says:
    Nice post

Leave a Reply