Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » কিভাবে ব্যাকআপ নিবেন প্লেস্টোর থেকে ইন্সটল করা এপ আর পুনরায় ইন্সটল করুন যখন তখন…

কিভাবে ব্যাকআপ নিবেন প্লেস্টোর থেকে ইন্সটল করা এপ আর পুনরায় ইন্সটল করুন যখন তখন…

আসসালামুআলাইকুম বন্ধুরা।
সবাই কেমন আছেন?? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে প্লে স্টোর থেকে ইন্সটল করা এপ ব্যাকআপ নিবেন এসডি কার্ডে। পরবর্তী তে এপ আনইন্সটল করে দিলেও আবার ইন্সটল করতে পারবেন।
.
♠♠ যারা জানেন না তাদের জন্য এই পোস্ট ♠♠
♣♣ যদি আপনি জানেন এই পোস্ট এর ব্যাপারে, তাহলে ইগনোর করতে পারেন ♣♣

.
প্রথমেই নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে যেকোনো ব্রাউজার ব্যবহার করুন। কোনো প্রব হবে না আশা করি

click here to download

.
ডাউনলোড করে ইন্সটল করুন এবং নিচের স্ক্রিনশট দেখুন…প্রথমেই এইরকম পেইজ আসবে। তার পর দেখুন উপরে Tools নামে একটি পার্টিশন আছে। .
টুলস নামের পার্টিশন এ ক্লিক করুন

তারপর ঐ পেইজে দেখুন Backup And Restore নামে একটি অপশন আছে।

ওইখানে ক্লিক করুন। তার পর দেখুন নিচের স্ক্রিনশট এর মত আসবে।

.
তারপর আপনার ইন্সটল করা সব এপ দেখতে পারবেন। এইগুলার মধ্যে যেগুলো / যে টি আপনি ব্যাকআপ রাখতে চান ঐ এপ এর পাশেই টিক মার্ক দিন। আর দেখুন, নিচে বাম পাশে Backup লেখা আছে ঐখানে ক্লিক করুন। তারপর দেখুন, Backup Completed…..
.
তারপর আপনার স্টোরেজ এ দেখুন AndroidAssistant_appbackup নামে একটা ফোল্ডার আছে, ঐ ফোল্ডারে আপনার ব্যাকআপ নেওয়া এপ টা আছে। …………

যেকোনো সমস্যায় যোগাযোগ করুন ফেইসবুকে আমি 🙂

6 years ago (Oct 08, 2017)

About Author (36)

Alif
author

যেকোনো ধরনের সমস্যায় যোগাযোগ করুন FB/oddhapokzz

Trickbd Official Telegram

6 responses to “কিভাবে ব্যাকআপ নিবেন প্লেস্টোর থেকে ইন্সটল করা এপ আর পুনরায় ইন্সটল করুন যখন তখন…”

  1. Tawhid SobuJ Contributor says:

    এটা আমি আগে থেকেই জানি । তবে জানানোর জন্য ধন্যবাদ।

  2. I know.but thanks for share

Leave a Reply

Switch To Desktop Version