“আসসালামু আলাইকুম”

সবাই কেমন আছেন?
পোস্টে যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি তা হল “Mobile anti-theft”
অনেকেই জানে এসম্পর্কে,
আবার অনেকের মোবাইল ফাংশনে এটি থাকলেও,জানেনা এটার কাজ কি।
অনেকে আবার বিভিন্ন অ্যাপের সহযোগিতা নিয়ে থাকে। সেগুলোর কার্যক্ষমতা অত্যান্ত দূর্বল।
অ্যাপ-ভিত্তিক anti-theft সিস্টেমের দুর্বলতা এক জায়গায়ই,আর তা হল এগুলো সহজেই uninstal করে দেওয়া যায় অথবা রিসেট বা hard-riset এর মাধ্যমে এগুলো অত্যান্ত সহজভাবেই ভ্যানিশ করা সম্ভব।এমনকি ডিভাইস administretor অন করলেও সম্ভব।
কিন্তু মূল অর্থাৎ mobile anti theft এ এরকম কোনো ঘাবলা নেই। Data wipe দিলেও anti theft ডিসেবল হবে না।

আপনার শখের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি আপনার ফোনটি নিজের আয়ত্বে আনতে পারবেন তাও শুধুমাত্র একটি ম্যাসেজের মাধ্যমে।

তো চলুন শুরু করা যাক একেবারে প্রথম থেকে:

◼ আপনার মোবাইলের Settings এ যান।এরপর Security অপশনে গিয়ে “Mobile anti-theft” এ ক্লিক করুন।
◼ আগে থেকে যদি setup দেওয়া থাকে তাহলে “Use previous settings”এ ক্লিক করে আগের পাসওয়ার্ড প্রবেশ করুন। না থাকলে “Setup new settings” এ ক্লিক করুন।
◼ এরপর দুইটি ঘরেই ৬ থেকে ১২ ডিজিটের মধ্যে একই পাসওয়ার্ড লিখে next এ ক্লিক করুন।
◼ পরবর্তী পেজে খালি ঘরটাতে একটি নাম্বার দিন।এই নাম্বারটি মাধ্যমেই আপনার হারানো ফোনটি কন্ট্রোল করতে পারবেন। Next এ ক্লিক করুন।
◼ ৩টি কোড দেখতে পাবেন। এগুলো মনে রাখুন পরে কাজে লাগবে অথবা নিচে দেওয়া বক্সে ✔চিহ্ন দিয়ে দিন।কোডগুলো ওই নম্বরে ম্যাসেজ আকারে চলে যাবে। (স্বাভাবিক ডাটা চার্জ প্রযোজ্য হবে )। ✔দিয়ে অথবা তুলে দিয়ে next এ ক্লিক করুন।
আপনি সফল ভাবে Mobile anti theft চালু করতে পেরেছেন। নাম্বারটিতোম্বারটিতে অ্যাক্টিভেশন সংক্রান্ত একটি ম্যাসেজ দেখতে পাবেন

◼ Update emergency contacts -এখান থেকে নাম্বার চেঞ্জ বা নতুন আরও নাম্বার যোগ করতে পারেন।
View remot controle command – এখান থেকে কোডগুলো দেখে নিতে পারবেন।

◼ এখন দেখা যাক কাজ করে কি না।
যেই নাম্বারগুলো দিয়েছেন সেই মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন #lock# লিখে আপনার নাম্বারে সেন্ড করুন । আর দেখুন কিভাবে আপনার মোবাইল লক হয়ে যায়

লক খুলতে আপনার দেওয়া পাসওয়ার্ডটি প্রবেশ করান।
.
◼ এভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটি দুর থেকেই কন্ট্রোল করতে পারবেন।

আপনার ফোন যদি কখনো চুরি হয়ে যায়,তাহলে আপনি শুধুমাত্র ম্যাসেজ পাঠিয়ে ফোনকে নিয়ন্ত্রণে আনতে পারেন। আপনার সকল তথ্য অর্থাৎ ফোনের সবকিছু মুছে ফেলতে পারবেন।
বলতে পারেন “এ আর এমন কি । চোর চুরি করে ফোন রিসেট মারলেই তো সব কিছু মুছে যাবে। অ্যান্টি থেফটও চলে যাবে।”
কিন্তু না।
রিসেট এবং হার্ড রিসেট দিলেও অ্যান্টি থেফট কখনো ডিসেবল হবে না।ফ্লাসের ব্যাপারে কিছু বলতে পারবো না।
চোর যদি নতুন কোনো সিম তোলে তবে তাহলে যে সিমটি তোলা হবে সেই সিম থেকে আপনার নাম্বারে অটোমেটিক মেসেজ চলে আসবে।সেই নাম্বারকে সূত্র ধরে আপনার ফোনটিও ফিরে পেতে পারেন।

ম্যাসেজ কোডগুলো সম্পর্কে :

#lock# (আপনার ফোন লক হয়ে যাবে)
#destroy# ( ফোনের সমস্ত ডেটা wipe অর্থাৎ মুছে যাবে ।) (দরকার না হলে টেস্ট করবেন না।)
#password# (নতুন পাসওয়ার্ড সেট হবে। ইমারজেন্সি নাম্বারে পাসওয়ার্ড চলে আসবে)

পোষ্টটি সম্পূর্ণ নিজে থেকে লেখা।তাই ভুল হলে ক্ষমা করবেন।

পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

One thought on "হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনকে নিয়ন্ত্রণ করুন, Mobile anti-theft” এর মাধ্যমে"

Leave a Reply