Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » এখন কষ্ট করে বাটন টিপে ScreenShot নিতে হবে না, বরং এখন মোবাইল নাড়িয়ে ScreenShot নিতে পারবেন

এখন কষ্ট করে বাটন টিপে ScreenShot নিতে হবে না, বরং এখন মোবাইল নাড়িয়ে ScreenShot নিতে পারবেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

Trickbd তে আপনাকে স্বাগতম।

আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের পোস্টের বিষয় :

আমরা অনেকেই আমাদের প্রিয় কোনো কিছু ধরে রাখার জন্য ScreenShot নিতে পছন্দ করি। তাছাড়া ট্রিকবিডির Author রা পোস্ট করার সময় ScreenShot ব্যবহার করে। কিন্তু Screenshot নিতে আমাদের মোবাইল এর বাটন বার বার ক্লিক করতে হয়। যার কারণে মাঝে মাঝে আঙ্গুল বিশ করে। তাছাড়া মোবাইল এর বাটন নষ্ট হয়ে যায়। তাই এসকল সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি দেখাবো কিভাবে মোবাইল নড়াইলে ScreenShot নিতে পারবেন।

এখন মূল পোস্ট এ চলে যাই।

প্রথমে আপনার মোবাইল এর Setting এ যান।

এখন Accessibility এ ক্লিক করুন।

এখন দেখন Shake Screenshot এর পাশে ঘরে টিক চিহ্ন দিন।

এখন কাজ শেষ। এখন দেখন মোবাইল নাড়িয়ে দেখন ScreenShot হয়ে গেছে।

পোস্টটি কারোও জানা থাকলে কিছু মনে করবেন। কারণ ট্রিকবিডির মেম্বার অনেকেই হয়তো তা যানে না। পোস্টটি ভালো না লাগলে ক্ষমা করবেন।

পোস্টটি পড়া জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথে থাকুন।

6 years ago (Nov 29, 2017)

About Author (30)

Silent Killer
author

যা জানি তা অন্যের সাথে ভাগ করে নিতে ভালোবাসি।

Trickbd Official Telegram

2 responses to “এখন কষ্ট করে বাটন টিপে ScreenShot নিতে হবে না, বরং এখন মোবাইল নাড়িয়ে ScreenShot নিতে পারবেন”

Leave a Reply

Switch To Desktop Version