আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। ট্রিকবিডিতে এটা আমার নতুন পোস্ট। চলুন কাজের কথায় যাওয়া যাক।

এন্ড্রয়েড ফোনে নেট কানেকশন অন থাকলে অনেকের ডাটা + টাকা কেটে নিয়ে যায়। এই সমস্যা দূর করতে প্রথমে আপনার মোবাইল এর Settings থেকে Data counter/ Data Uses এ যান। তারপর ফোনের option বাটন হতে Auto sync Data হতে টিক চিহ্ন তুলে দিন।
ব্যাস। হয়ে গেলো। এখন থেকে সারাদিন ডাটা অন করে রাখেন কোনো সমস্যা নেই।
SBir

Leave a Reply