Whats App ব্যবহারে চরম মজা না জানার কেউ আছে বলে মনে হয় না।ফেসবুকের পরেই Whats App এর সাতান অনায়াসেই চলে আসে । ফাইল শেয়ারে এমন সোসাল মিডিয়া কমই আছে।তবে আমারা একই ফোনে দুটো Whats App আইডি ব্যবহার করতে পারি না।(কেউ কেউ হয়ত পারেন) তবে যারা ডারেন না , তারা এই টিউনটি পড়লে উপকারিত হবেন। বর্তমানে প্রায়সব SmatPhone গুলো Duel Sim এর হয়্ আর এই ২ টো সিমের প্রত্যকেটিতে একটি করে Whats App আইডি অথ্যাত মোট ২টো আইপি চালাতে পারবেন। একটা ফোনে দুটো Whats App আইডি ব্যবহার করুন।মেগা টিউন, না দেখলে চরম মিস আর এই কাজটি করার জন্য আপনার অবশ্যই একটি Software লাগবে। যেটি ইনস্টল করারপর আপনি সহজেই ২ টো Whats App এ্যাকাউন্ট ব্যবহার করতে পরেবেন। আরাদা আলাদা ডাটা, নাম ব্যবহার ও সরবরাহ করতে পরেবেন।নিচ থেকে এ্যাপটি নামান একটা ফোনে দুটো Whats App আইডি ব্যবহার করুন।মেগা টিউন, না দেখলে চরম মিস ApS File Name: SwitchMe Apps Size: 3.4MB Download Link: dawnload now এরপর ইনস্টল করুন।এরপর SwitchMe অপেন করুন এবং একটি নতুন ইউজার প্রোফাইল তৈরী করুন।একটা এ্যাকাউন্ট তৈরী হলে আপনি অন্য সিমে আর একটি এ্যাকাউন্ট তৈরী করতে পারবেন। আর এই রকম আরো Tips & Tutorial পেতে আমার site www.raqibnur.mywapblog.com

Leave a Reply