আসসলামু আলাইকুম। আপনারা কেমন
আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল
আছেন।
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিরক্তিকর
অ্যাপ সরিয়ে দিতে হলে আপনার
ডিভাইসটি অবশ্যই রুট করা হতে হবে।
ফলে যাদের ডিভাইস রুট করা না তারা
এই অ্যাপ ব্যবহার করতে বা ডাউনলোড
করতে পারবেন না। এবার যাদের
ডিভাইস রুট করা আছে তারা অ্যাডএওয়ে
(AdAway) নামের এই অ্যাপটি ফ্রি
ডাউনলোড করে নিন এখান থেকে।
এছাড়াও সবার শেষে আমরা অ্যাডএওয়ে
এর আরো কিছু ভার্সন ডাউনলোড করার
লিঙ্ক দিয়ে দেবো।
অ্যাডএওয়ে (AdAway) ডাউনলোড হয়ে
গেলে, ডাউনলোড করা ফাইলটি এস
ফাইল ম্যানেজার দিয়ে খুলুন এবং
ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে
নীচের ছবির মত ওপেন (Open) আসবে।
[img id=97870]
ওপেনে (Open) ক্লিক করুন এবং ক্লিক
করলেই আপনার সুপার ইউজারে
অ্যাডএওয়ে গ্রেন্ট করে নিন। গ্রেন্ট
হয়ে গেলেই নীচের ছবির মত আপনার
মোবাইলে অপশন দেখাবে। এখান থেকে
ডাউনলোড ফাইল এবং অ্যাপ্লাই অ্যাড
ব্লকিং (Apply Ad Blocking) এ ক্লিক করুন।

[img id=97873]
[img id=97874]
অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই ম্যাসেজ
আসবে অ্যাডএওয়ে আপনার ডিভাইসে
ইন্সটল হয়ে গেছে এবং অ্যাড ব্লকিং শুরু
হয়ে গেছে!
[img id=97875]
আপনার কাজ শেষ, এখন থেকে আপনি

আপনার কোনো ফ্রি অ্যাপ এই
বিরক্তিকর অ্যাড দেখবেন না। তবে
আপনি যদি চান আবার অ্যাড চালু করতে
পারবেন। এর জন্য অ্যাপটির আইকনে
ক্লিক করে ডিজেবল অ্যাড ব্লকিং এ
ক্লিক করুন এবং অ্যাড ব্লক ডিজেবল
হয়ে যাবে।

গরিবের সাইট একবার ঘুরে আসবেন

Leave a Reply