আসসালামুআলাইকুম
আগেই বলে রাখি টেকটিউনে এই পোস্টটি আমিই করছি।।। তাই কপি নয়।।।

টাইটেল দেখে হয়তো বুজে গেছেন কি নিয়ে আজকের পোস্ট করতেছি।।।।

##☺। আমরা অনেকেই ফোন রুট করি বিভিন্ন কারনে । কাস্টমাইজেশন তার মধ্যে অন্যতম একটি কারন। এর জন্য  বিভিন্ন রুটেড এপপ্স ব্যবহার করি।। xposed তার মধ্যে একটি।।  বিভিন্ন কারণে এটি বেশ জনপ্রিয় ।।।। এর সহজ ব্যবহার , চমৎকার ইন্টারফেস, কম ঝুঁকি, কোনো কোডিং এর প্রয়োজন হয় না ইত্যাদি কারণে এর জনপ্রিয়তা এখন তুঁঙ্গে।

##?। কিন্তু অনেকেই এটি ব্যবহার করতে চান না।। কারণ এতে ফোন বুটলুপ হবার ভয় থাকে।।। ?????  তাই নিয়ে এলাম সহজ সমাধান।।।

## ?। বুটলুপ হবার পেছনের কারণ হচ্ছে আপনি এমন এক মডিউল ইনস্টল করেছেন যেটা আপনার ফোনের সাথে সংগতিপূর্ণ নয়। তাই ইনস্টল দেবার আগে দেখে নিন আপনার os এর সাথে মিলে কিনা।।।

##?। যা যা লাগবে:  cwm বা twrp রিকভারি, সময়, আর বুটলুপ হওয়া ফোন।।।

Twrp থাকলে:::::

## ১। প্রথমে ফোন কে রিকোভারি মোড এ নিন।

## ২। তারপর Mount অপশন এর ভিতর ঢুকে Data এর পাশের টিক দিন। তারপর ব্যাক করে আগের যায়গায় ফিরে আসুন। ( যদি আগে থেকেই  টিক দেয়া থাকে তাইলে আর কিছু  করার দরকার নাই। ব্যাক করুন।)

## ৩। এরপর  Advance এর ভিতর ঢুকলে File Manager নামের একটা অপশন দেখবেন। সেইটার ভিতর ঢুকুন।

## ৪। দেখবেন আপনার স্টোরেজ এর সব গুলা ফোল্ডার দেখাবে। এইবার খুঁজে খুঁজে/data/data/de.robv.android.xposed.installer/conf/এই লোকেশনে যান। সেখানে modules.list নামের একটা ফাইল আছে। সেটাকে ডিলিট করে দিন।

কাজ শেষ। ফোন চালু করুন।।। ☺☺☺☺ । এবার xposed এ গিয়ে নতুন করে মডিউল সিলেক্ট করুন।।

Cwm থাকলে:::

## ১। Cwm এ ফাইল ম্যানেজার থাকে না।। তাই প্রথমে ফাইল ম্যানেজার ইনস্টল করে নিতে হয়।।।।

## ২। তাই এখান থেকে   aroma  fm .zip ডাউনলোড করে নিয়ে এসডি কার্ড রাখুন। কোন ফোল্ডার এ রাখবেন না। তারপর এসডি কার্ডটি বুটলুপ ফোনে লাগান

## ৩। cwm এ গিয়ে ‘Mounts and storage’ এ প্রবেশ করুন। Data এবং System Mount করুন। Go Back দিয়ে পূর্বের অবস্থায়ফিরে আসুন।

## ৪। Install zip from SD Card / Internal Storage থেকে Aroma ইন্সটল দিন।

## ৫। দেখবেন নতুন উইন্ডো এসেছে। এখান থেকে twrp তে যে লোকেশন দেয়া আছে সেটায় ঢুকুন। তারপর modules.list ফাইলটি লং প্রেস করে ডিলিট করুন।।

কাজ শেষ।।।।।।

কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।।।☺☺☺☺

ধন্যবাদ।।

27 thoughts on "[Solved] [CWM/TWRP] xposed ইনস্টল করে ফোন বুটলুপ করেছেন কিংবা xposed ব্যবহার করতে ভয় পাচ্ছেন?? নিন সহজ সমাধান।।"

  1. Rubel Contributor says:
    [b]kub vlo post krchen….tnx[/b]
    1. Just Suzon Author Post Creator says:
      you are wellcome. ?????????
    1. Suzon Author Post Creator says:
      thanks
  2. 111111 Contributor says:
    কারো কাছে symphony w15i এর রিকোভারি ইমেজ আছে??? বেশি দরকার ভাই। গুগল এ পাই নি
    1. Suzon Author Post Creator says:
      ফোন রুট করা থাকলে নিজেই বানাতে পারেন।।। তবে কম্পিউটার লাগবে
  3. 111111 Contributor says:
    ভাই আমার কোনো পিসি নাই ….তবে পিসি ছাড়া বানানো যায়???
  4. Suzon Author Post Creator says:
    পিসি ছাড়া অনলাইনে বানানো যায়। তবে সেটা আমার ফোনের ক্ষেত্রে কাজ করে নি।। আপনি ট্রাই করতে পারেন। online cwm maker লিখে গুগলে সার্চ করে বিভিন্ন টিউটোরিয়াল পরুন।।। না পারলে বলুন আমি পোস্ট লিখবো
    1. Shariar Saeik Shopnil Contributor says:
      ভাইয়া আমার পিসি আছে….
      কি করে বানাবো বলবেন প্লিজ।
    2. Suzon Author Post Creator says:
      cwm বানাতে এই লিংকে যান https://trickbd.com/android-tips/201956
  5. RaselHD Contributor says:
    vai amar lenovo A850+ ata modde boot menu ase na…tai ami custom rom dete pare na akhon ki korbo
  6. Hridoy Contributor says:
    Symphony v32 recovery img kivabe toire korbo
  7. Yeasin Author says:
    ভাইয়া আপনি কিন্তু পোস্ট এ screenshoot দেন না কেন?
    1. Suzon Author Post Creator says:
      ভাইয়া পরের বার থেকে ঠিক দিবো
  8. nathpcn Contributor says:
    vai amar mt koto ta kibaba dhakbo? zarchiver ata nici but mt kibaba dakbo?. ata to file manajar ar moto….
    1. Suzon Author Post Creator says:
      প্লে স্টোর থেকে cpuz.apk ডাউনলোড করুন।।। এতে আপনার ফোনের ডিটেল দেখতে পারবেন
  9. nathpcn Contributor says:
    vai cpuz namaici to. kibaba dhaka akto bolan plz plz.
    1. Suzon Author Post Creator says:
      এপ টা ওপেন করুন। system লেখাতে ক্লিক করুন। তারপর Hardware লেখার পাশে দেখুন আপনার mt ভার্সন / নম্বর দেয়া আছে।
  10. nathpcn Contributor says:
    vai apnar fb link ta dan plz.
  11. Suzon Author Post Creator says:
    fb.com/suzonnn
  12. Subrato Saha Contributor says:
    আমার ফোন এর স্ক্রিন লাইট বন্ধ হছে না। পাওয়ার বাটন চাপলে কিছু হয় না। কিন্ত পাওয়ার বাটন চেপে রাখলে বন্ধ করার অপশন আছে। লক স্ক্রিন App দিয়ে ফোন লক হয় কিন্তু Display লাইট বন্ধ হয় না। অনেক সমস্যায় আছি প্লিজ হ্লেপ করেন।

    যে কারনে হয়েছে বলে মনে হয় :- Monstar Ui install করার পর Unfortunately Stop আসত তাই module এর টিক উঠায় না দিয়ে ডিরেক্ট uninstall দিসিলাম।

    হেল্প করলে অনেক উপকৃত হতাম।

  13. Raysedul Islam Contributor says:
    Bootloop mane ki??
  14. Nh Nirob Contributor says:
    Vi ami akhno symphony v80 mobile ar Xposed Modules টি Active korte pari nai…..
    plz keu bolen kivabe korbo

Leave a Reply