দরকার শুধু একটুখানি ছুঁয়ে দেওয়ার, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া যাবে চ্যানেলের অনুষ্ঠান সূচি। প্রিয় অনুষ্ঠান যাতে বাদ না পড়ে যায়, সেজন্য রয়েছে রিমাইন্ডারের ব্যবস্থা।

সবই করা যাবে মোবাইলে, ‘টিভি গাইড বাংলাদেশ’ নামের একটি অ্যান্ড্রোয়েড অ্যাপসে। ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাপসটি আনছে।

প্রাথমিকভাবে ১০০টিরও বেশি চ্যানেল রয়েছে অ্যাপসটির তালিকায়।

প্রতিষ্ঠানটি আরও জানাচ্ছে, ‘মাই জোন’ নামে একটি ফিচার রাখা হয়েছে অ্যাপসে। যে কেউ নিজের নামে অ্যাকাউন্ট খুলে প্রিয় অনুষ্ঠান, তারকা কিংবা চ্যানেল দেখতে পারবেন। তথ্যচিত্র, নাটক, খবর- নামেও থাকছে আলাদা আলাদা বিভাগ। অ্যাপসটির ব্যবহারকারীরা বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ট্রেলার, অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

কথা না বলে অ্যাপটি ডাওনলোড করে নিন।

Name: TV Guide Bangladesh

আশা করি অ্যাপটি আপনাদের ভাল লাগবে। কারন এটাই প্রথম টিভি অ্যাপ যেটাতে এতো গুলো ফিচার আছে।

আপনাদের কোন প্রয়োজনীয় অ্যাপসের প্রয়োজন হলে টিউনমেন্টে জানান এবং কোন সমস্যা হলেও টিউনমেন্ট করবেন। অবশ্যই সমাধান দেয়ার চেষ্টা করব। তো আর কি আজ এখানেই বিদায়। ধন্যবাদ ভাল থাকুন।

2 thoughts on "এক ছোঁয়াতেই সকল বাংলাদেশি টিভি চ্যানেল আপনার মোবাইলে -সরাসরি।"

  1. Hridoy1999 Contributor says:
    vai plz help me ami software download korbo kibave?
  2. Shahporan bd Contributor says:
    Very bad post

Leave a Reply