কলেজে যখন পরতাম তখন ২/৩ দিন পর পর “অমিত” নামে এক বন্ধু কে বলতাম দোস্ত নতুন জটিল কোন ওয়ালপেপার থাকলে দে তো। তখন ১/২ দিন পর পর নতুন নতুন ওয়ালপেপার ব্যবহার করতে ভাল লাগত। আজ এই পোস্টটি ওই বন্ধুর কথা মনে করেই শেয়ার করা।

unnamed

লাইভ ওয়ালপেপারটির নাম Celtic Garden। এটি একটি প্রিমিয়াম অ্যাপস যার মূল্য $1.99। সত্যি অসাধারন একটি লাইভ ওয়ালপেপার। আমি এ পর্যন্ত যত গুলো লাইভ ওয়ালপেপার দেখেছি তার মধ্যে সব চেয়ে বেস্ট এটি। ৪/৫ দিন হয় আমি ব্যবহার করছি এটি। কেন এত চরম আর কেন এত গুনগান একটু দেখে নেই কি আছে এতেঃ

  • স্ক্রিনে আপনার নিজের নাম ব্যবহার করতে পারবেন খুবই স্টাইলিশ ফন্টে।
  • প্রতিটা এলিমেন্ট পরিবর্তন করতে পারবেন যেমনঃ পিছনের গাছের মধ্যে আছে ফার্ন গাছ, কয়েক ধরনের ফুল গাছ ইত্যাদি।
  • আপনি চাইলে সময়ের সাথে পরিবর্তন হবে ওয়ালপেপার স্কিন এবং পরিবেশ। যেমন আবহাওয়া খারাপ হবে বৃষ্টি হবে, রাতের সময় জ্যোৎস্না পরিবেশ হবে। নিচের তিন সময়ের ৩ টি ছবি দিলাম।

সকালের সময় হোম স্কিন

morning mood

রাতের দিকে হোম স্কিন

night mood

আবহাওয়া যখন একটু খারাপ তখন হোম স্কিন

rain mood

  • মন মত অনেক এলিমেন্ট চাইলে বাদ দিতে পারবেন। যেমন ঝর্ণার মাঝে প্রজাপতি উড়ে সব সময় আমি এটা অফ করে রেখেছি।
  • 3D ভিউ তো আছেই প্রথমেই একটা আলাদা 3D ভিউ দিবে।
  • সম্পূর্ণ HD ওয়ালপেপার ট্যাব বা মোবাইলের জন্য।
  • আরও অনেক সুবিধা আছে এতে; আসলে না ব্যবহার করলে বুঝতে পারবেন না। তাই ব্যবহার করেন তাহলেই বুঝবেন…

প্লে-স্টোরে এর দাম টা দেখে আসুন। ক্লিক করুন

ফ্রি ডাউনলোডঃ

  • অ্যাপসঃ Celtic Garden HD
  • প্লে স্টোর ভার্শনঃ 1.7
  • ডাউনলোড ভার্শনঃ 1.7
  • ফাইল সাইজঃ 6.99 MB

    * Click To Download

Leave a Reply