আজ আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির মাধ্যমে পিডিএফ পড়ুন,তৈরী করুন ইডিট করুন তাও আবার এডবি রিডার থেকে অনেক দ্রুতগতিতে।

ফক্সিট রিডারের মতোই দ্রুতগতিতে এটিতে পিডিএফ পড়তে পারবেন তবে প্রাথর্ক্য হলো আপনি এটি দিয়ে ৩০০+ এর বেশি ফাইল থেকে পিডিএফ তৈরী করতে পারবেন আবার পিডিএফ ফাইল ইডিটও করতে পারবেন।কি মজার সফটওয়্যার তাইনা।?

 

একনজরে দেখি কি করতে পারবো আমরা এটি দিয়ে

>>>পিডিএফ ফাইল পড়তে পারবো।
>>>পিডিএফ ফাইল তৈরী করতে পারবো যেকোন পেইজ থেকে
>>>পিডিএফ এ ইচ্ছামত টেক্সট,নোট বা টিউমেন্টস বসাতে পারবেন
>>>যেকোন পিডিএফ এ আপনি আপনার সিগনেচার বসাতে পারবেন
>>>পিডিএফ ফাইল থেকে ছবিগুলো এবং লেখাগুলো আলাদা করে নিতে পারবেন

>>আরও অনেকসুবিধাই আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন

আমি আগে ফক্সিট রিডার ব্যবহার করতাম বর্তমানে এটা ব্যবহার করি এককথায় অসাধারণ।

 

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন  । 

ডাউনলোডের নিয়ম:লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন

Leave a Reply