আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। এবার অ্যান্ড্রয়েড ফোনে গান চালান শুধু হাতের ইশারায় আর বন্ধদের বলুন এই দেখ আমি যাদু শিখেছি।

কি বিশ্বাস হচ্ছে না,,
হুম এবার অ্যান্ড্রয়েড ফোনে যাদের proximitysensor বা নৈকট্য সেন্সর আছে তারা যে কোন গান চালানো থেকে শুরু করে গান পজ এবং পরবর্তী গান চালানো সবই করতে পারবেন আপনার হাতের ইশারায়ে ।

আর এর জন্য আপনার লাগবে একটি Music Player
যার নাম Sensor music Player

DownLoad Here 2.2 MB

ডাউনলোড করা হয়ে গেলে Sensor Music Player টি Open করুন এবং “fly hand over the phone” image টিতে touch করুন।

তারপর option এ গিয়ে add music track এ গিয়ে আপনার ফোনের সব গান select করুন। এবার মজা দেখুন ফোনের খুব কাছাকাছি (0.5 cm) উপর দিয়ে হাত নিন গান change হয়ে যাবে। ফোনের উপর হাত ধরে রাখুন গান পুশ হবে আবার ফোনের উপর হাত ধরে রাখুন আবার গান চালু হবে।

সব complete হলে ফোনটি নিয়ে অন্য কারো কাছে যান বলুন এই দেখ আমি যাদু শিখেছি

3 thoughts on "এবার অ্যান্ড্রয়েড ফোনে গান চালান শুধু হাতের ইশারায় আর বন্ধদের বলুন এই দেখ আমি যাদু শিখেছি।"

  1. ftnadim Contributor says:
    ভাই আমার app টা open হয় না।samsung galaxy grand gt i9082 please help me?????
  2. ftnadim Contributor says:
    unporsonently দেখাই।
  3. Ahmed24 Contributor Post Creator says:
    Apner Phone A Apps open na hole Google Play Thake Naman.

Leave a Reply