আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। এবার অ্যান্ড্রয়েড ফোনে গান চালান শুধু হাতের ইশারায় আর বন্ধদের বলুন এই দেখ আমি যাদু শিখেছি।

কি বিশ্বাস হচ্ছে না,, হুম এবার অ্যান্ড্রয়েড ফোনে যাদের proximitysensor বা নৈকট্য সেন্সর আছে তারা যে কোন গান চালানো থেকে শুরু করে গান পজ এবং পরবর্তী গান চালানো সবই করতে পারবেন আপনার হাতের ইশারায়ে ।

আর এর জন্য আপনার লাগবে একটি Music Player যার নাম Sensor music Player

DownLoad Now

ডাউনলোড করা হয়ে গেলে Sensor Music Player টি Open করুন এবং “fly hand over the phone” image টিতে touch করুন।

তারপর option এ গিয়ে add music track এ গিয়ে আপনার ফোনের সব গান select করুন। এবার মজা দেখুন ফোনের খুব কাছাকাছি (0.5 cm) উপর দিয়ে হাত নিন গান change হয়ে যাবে। ফোনের উপর হাত ধরে রাখুন গান পুশ হবে আবার ফোনের উপর হাত ধরে রাখুন আবার গান চালু হবে।

সব complete হলে ফোনটি নিয়ে অন্য কারো কাছে যান বলুন এই দেখ আমি যাদু শিখেছি

7 thoughts on "এবার অ্যান্ড্রয়েড ফোনে গান চালান শুধু হাতের ইশারায় আর বন্ধদের বলুন এই দেখ আমি যাদু শিখেছি।"

  1. Raj gh Author says:
    রানা ভাই দয়া করে আমার পোস্ট Review করেন
  2. Robin Kumar Ghosh Contributor says:
    অনেক অনেক অনেক আগের থেকে জানি।
    তাও নাইস পোস্ট।
  3. nathpcn Contributor says:
    plz help me. amar Samsung 19300 a Safe mode calo hoya gaca . ata off korbo kamna?
  4. Anind0 Contributor says:
    kaj kore na. wave mode feature kinte bole usd dia. kmn tuner apni ajaira post koren
  5. Anind0 Contributor says:
    sorry kaj korche. Allahr wastey maf kore diben
  6. SagorSrkian Author says:
    একই পোস্ট বার বার। পারলে নতুন কিছু শেয়ার করো।

Leave a Reply