বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে আপনার
যদি মনে হয় তাদের তুলনায় আরও ভালো
অ্যাপের আইডিয়া আপনারই আছে তাহলে
নিজেই অ্যাপ বানানো শিখুন। এ ক্ষেত্রে
অনলাইনে রয়েছে বহু উপকরণ। তা
থেকে সহায়তা নিয়ে অ্যাপ বানানো শিখতে
পারেন আপনিও। এক প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে বিজনেস ইনসাইডার।
আপনি যদি আইওএস অপারেটিং সিস্টেমের
অ্যাপ বানাতে চান তাহলে অনলাইনে অল্প
খরচ করে একটি কোর্স করতে পারেন।
এ কোর্সের নাম ‘আইওএস ৯ অ্যান্ড

সুইফট ২ : ফ্রম বিগিনার টু পেইড
প্রফেশনাল’।
এ কোর্সটিতে ভর্তির জন্য আপনার
তেমন কোনো যোগ্যতা না থাকলেও
চলবে। তবে অনলাইন কোর্স হওয়ায়
অনলাইন থেকেই সব উপকরণ নিতে হবে।
তাই ভালো ইন্টারনেট সংযোগ থাকা চাই। এ
ছাড়া কয়েকটি প্রয়োজনীয় উপকরণের
বিষয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। এগুলো
হলো :
– ওএসএক্স চালিত ম্যাক বা পিসি
– ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গে পরিচয়
– মিনিটে ৫০ ওয়ার্ড টাইপ করতে পারা
– প্রোগ্রামিং, লুপস ইত্যাদি বোঝা এবং
অনলাইনে ইংরেজিতে পাঠ ধরতে পারার
ক্ষমতা।
অনলাইনে এ কোর্সটি করার খরচ ৩৫ ডলার
হলেও বর্তমানে কিছুটা ছাড়ে তা ২৪ ডলার
খরচ করে করা যাচ্ছে। তবে এ জন্য
“JUNEINSIDER” কোডটি টাইপ করতে
হবে।

টেকনোলোজি সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং ঈদের নতুন সকল এসএমএস পেতে ভিজিট করুন Ictwap24.Com

2 thoughts on "আইডিয়া থাকলে অনলাইনে অ্যাপ বানানোর জন্য কি করতে হবে? জেনে নিন…!!"

  1. Hitler Contributor says:
    Bakwas…..

Leave a Reply