ES File Explorer Pro Mod Version

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।


অনেকদিন পর টিউন করতে বসলাম যাইহোক কাজের কথাই আসি।ফোনে যে ডিফল্ট ফাইল ম্যানেজার থাকে তা অনেকের ভালো লাগে না।আর ডিফল্ট ফাইল ম্যানেজারে তেমন সুবিধাও পাওয়া যায় না,সে জন্য আমরা হয়তো অনেক ধরনের ফাইল ম্যানেজার ইউজ করে থাকি।আর ES File Explorer এই অ্যাপের সাথে আমরা মুটামুটি সবাই পরিচিত তাই নতুন করে বলার কিচ্ছু নাই।তবে আজ আমি যে ভার্সন টি নিয়ে আসছি তা সম্পূর্ণ পেইড এবং মুড করা।আর পেইড এবং মুড মানেই এক্সট্রা কিছু সুবিধা পাওয়া।


তেমন কিছু বলার নাই তারপরেও চলুন দেখে নেয়া যাক এই ভার্সনে কি কি থাকছে।

  • অ্যাপ টি সম্পূর্ণ পেইড ভার্সন।
  • মুড করা তাই আলাদা সুবিধা পাওয়া যাবে ।
  • সকল প্রকার মিডিয়া প্লেয়ার হিসেবে ইউজ করা যাবে।
  • ডাউনলোড ম্যানেজার থাকাই হাই স্পিডে ডাউনলোড সুবিধা।
  • ফাইল সেয়ারিং সিস্টেম ।
  • অনেক গুলো থিম।
  • ক্লিনার।
  • রুট এক্সপ্লোরার।
  • এড বিহীন সহ অনেক কিছু।

আমার দেখা সবচেয়ে বেস্ট ফাইল ম্যানেজার এই ভার্সনটি।সবচেয়ে বড় কথা কি নেই এই অ্যাপে?১৫/২০ টি অ্যাপের সুবিধা পাবেন এই ভার্সনে।এইটা ইউজ করলে অন্য সব ফাইল ম্যানেজারের কথা ভুলে যাবেন মাস্ট।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


অ্যাপ টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন এবং অসাধারন একটি থিম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।


অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

3 thoughts on "ES File Explorer Pro Mod Version-সম্পূর্ণ নতুন এবং ফাইল ম্যানেজারের বস কি নেই এতে।একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবেই।"

  1. Sykot Author Post Creator says:
    এই অ্যাপ টা মুটামুটি সবার চেনা তাই দেইনি।
  2. DH Sajib Contributor says:
    আমার খুবই পছন্দের
  3. Riadrox Legend Author says:
    Same post. Onek din age ai post ta disilen

Leave a Reply