সুপ্রিয় পাঠক, কেমন আছেন সবাই? ট্রিকবিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুন একটি অ্যাপস্ নিয়ে আমি হাজির হয়েছি। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তুলতে কে না পছন্দ করেন ? আমি যে ক্যামেরাটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি দিয়ে শুধু যে ছবি তোলা যাবে তা কিন্তু নয় এই অ্যাপটি দিয়ে আর সব মজার কাজও করা যায়।মাপ করবেন আমার ধারণা আপনার অ্যান্ড্রয়েড এই অ্যাপসটি ইনষ্টল কর নেই।জীবনে তো অনেক ক্যামেরা অ্যাপস ব্যবহার করেছেন, আমি বলব আপনি এই অ্যাপসটি একবার হলেও আপনার মোবাইল ফোনে ইনষ্টল করে ব্যবহার করুন, আসাকরি ভালো লাগবেই। প্রিয় টিউনার আসুন দেখে নেই এই অ্যাপসটি দিয়ে আরও কি কি কাজ করা যায়। নিচের স্কিনশর্টটি দেখেনিন।

অ্যাপসটির অপশন থেকে অটোমেটিক পারফেকট লেভেল সিলেক্ট করে ছবি তুলতে পারবেন।উদাহরণ- ছবি তোলার আগে দেখে নিতে পারবেন কেমন হবে ছবিটি)
ছবি তোলার সময় ফাংশন থেকে আপনি যে কাজটি করতে পারবেন- ফোকাস মোড কেমন হবে, দৃশ্য মোড, কালার ইফেক্ট, ওয়াইট ব্যালেন্স, আই.এস.ও, ফেস ডিটেকশন সহ আর অনেক কিছু।তারপর আপনি ছবি তুলতে পারবেন।
সম্পূর্ণ এইচ.ডি মুডে ভিডিও রেকড করতে পারবেন।এবং সকল ফরমেট সাপর্ট করবে।অথ্যাৎ ভিডিও করার সময় আপনি যে মোডে ভিডিও করবেন উদাহরন- AVI, MPEG ইত্যাদি সিলেক্ট করে ভিডি করতে পারবেন।
ভয়েজ কাউন্টডাউন এর মাধ্যমে সময় নির্ধান করে ছবি তুলতে পারবেন।
ছবি তোলার পর নয়েচ রিমুভ করে তুলতে পারবেন।
ভলিয়ম কী এডজাষ্ট করে রেকর্ড করতে পারবেন।

অপটিমাইজেশন করে বাম অথবা ডান পাশ যে কোন ভাবে ছবি তুলতে পারবেন।
সিঙ্গেল টাস্ ব্যবহার করে খুব সহজেই জুম করতে পারবেন।
ছবি তোলা বা ভিডিও করার সময় landscape করে ক্যাপচার করতে পারবেন।
ছবি তোলার পর আপনি কোন ফোল্ডারে সেভ করবেন তা সিলেক্ট করে সেভ করতে পারবেন।
ছবি তোলার সময় যে শব্দটি হয় তা বন্ধ করে ছবি তুলতে পারবেন।
সুন্দর করে ছবির সাইজ ঠিক করে সেভ করতে পারবেন।
ছবি তোলা বা ভিডিও করার সময় লোকেশন ট্রাক করে ভিডিও বা ছবি তুলতে পারবেন তবে এর জন্য ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।
তোলা ছবি বা ছবি তোলার পর কালার মিলাতে পারবেন, ছবির ভিতরে লিখতে পারবেন, ডেট টাইম সেটাপ করতে পারবেন।
অটমেটিক ভাবে ছবিতে লান্সার উইজেট দিতে পারবেন।
ছবি এবং ভিডি লক করে রাখতে পারবেন।

আপনার যদি এই অ্যাপসটি পছন্দ হয় তাহলে ডাউনলোড করে নিতে পারবেন
Download link

Leave a Reply