এন্ড্রোয়েড ফোন মানেই হাইলি-কাস্টমাইজেবল ডিভাইস। আপনি এটাকে যেকোন রূপ দিতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে কোনরকম রুট বা কাস্টম রম ছাড়াই ফোনের স্টেটাস/নোটিফিকেশন বার চেঞ্জ করবেন। এটা একটি সহজ প্রসেস। এর জন্য নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

  • এ্যাপের নাম: Status
  • ডাউনলোড link: Download status
  • সাইজ: 1.5MB

ব্যবহার:

  • ডাউনলোড করে এ্যাপটি ওপেন করুন
  • Grant access এ ক্লিক করলে Accessibility settings ওপেন হবে। এখান থেকে Status service অন করতে হবে।
  • তারপর Status app এ ডুকে Finish এ ক্লিক করতে হবে ।
  • তারপর Enable option দেখাবে, enable করলেই দেখবেন আপনার স্টেটাস বার চেঞ্জ হয়েছে। 


এরকম দেখাবে। প্রতি এ্যাপের সাথে Adaptive থেকে বারের কালার পাল্টাবে।

এটার জন্য আর স্ক্রিনসট দিলাম না কারন এটা মাত্র 1.5 এম্বির এ্যাপ চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

12 thoughts on "কাস্টম রম বা রুট ছাড়াই পরিবর্তন করুন আপনার এন্ড্রোয়েড ফোনের স্টেটাস/নোটিফিকেশন বার।"

  1. hasnan9658 Contributor says:
    Screenshots?
    1. Himel Chowdhury Contributor Post Creator says:
      দেয়া হয়েছে। দেখে নিন।
    2. hasnan9658 Contributor says:
      ?
  2. hasnan9658 Contributor says:
    Screenshots den nai keno???????
  3. Sajadul Islam Contributor says:
    ফাউল কোথাকার !!

    ss না দিলে কিভাবে বুঝবো যে সফটারটা কেমন !!!

  4. Alamin200 Author says:
    freebasics daya sob screen short daka jay na ok.
    1. hasnan9658 Contributor says:
      Ke bolse DEA Jai na?
  5. Shayer Ahmed Tamim Contributor says:
    vhai author hote hole ki korte hobe….?
  6. SAIKAT Contributor says:
    Vai pls kew to free net de. Salara r kicu pare na khali copy past kore. Parle free net niya post kor. ?????
  7. Emon Author says:
    Rana Vaiya Pls amak author koren

    Ami 9 ta man sommoto post koreci….Screenshot soho…

Leave a Reply