আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালো।
আজ মাথা থেকে অনেক বড় একটি চিন্তা
দূর হল তাই মনের আনন্দে লিখতে বসলাম।
আমি আজ আপনাদের সাথে দারূণ একটি
এন্ড্রয়েড এপ শেয়ার করবো। এপটি আমি
পেয়ে আমার ভালো লেগেছে, তাই
ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

আজ যেই এন্ড্রয়েড এপ আপনাদের সাথে
শেয়ার করবো সেটি আপনাদের বই পড়ে
শুনাবে। মানে আমরা যে বইগুলো
ইন্টারনেট থেকে অনলাইনে বা
অফলাইনে পড়ি। সেই বইগুলো এই এপটি

নিজেই পড়ে শুনাবে। আশা করি আপনারা
বুঝতে পেরেছেন এই এপটি কেমন হবে।
শুধু তাই নয় এই এপটি দিয়ে খুব ভালো
ভাবে পড়তে পারবেন। এই এপটির
কাজগুলোই অন্যরকম। এই এপটি আপনি
চাইলে গুগল প্লে-ষ্টোর থেকে ৫ডলারে
কিনে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা
সম্পূর্ণ ফ্রি।

এই এপটি দিয়ে খুব ভালো ভাবে পড়তে
পারবেন আর আপনি যদি কষ্ট করে পড়তে
না চান তাহলে এই এপটি নিজেই
আপনাকে বই পড়ে শুনাবে

এই এপটিতে নিম্নলিখিত ফাইলগুলো চলবেঃ epub, pdf, mobi, chm, cbr,
cbz, umd, fb2, txt, html, rar, zip or OPDS formats.
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে
শেয়ার করেছে কিনা জানিনা। তবে
আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন

মনে হলে ডাউনলোড করতে পারেন।

Software Name: Moon Reader Pro

ডাউনলোড করতে এখানে যান

Playstore এর মূল্য দেখুন

সবাই ভাল থাকবেন এবংTrickbd এর সাথেই
থাকবেন ধন্যবাদ।

11 thoughts on "মোবাইল নিজেই যেকোনো Pdf বই পড়ে শুনাবে দারূন একটি এন্ড্রয়েড এপ! কষ্ট করে আর পড়তে হবে না!"

  1. ইমরুজ Legend Author says:
    ভাইয়া,
    ইচ্ছে করলে এই পোষ্টটি ডিলেট করতে পারেন।
    আর কারণ জানতে চাইলে,
    আমার প্রোফাইল দেখুন।
    1. Riaz Author Post Creator says:
      okh bayya
    2. Sk Hadi Contributor says:
      ইমরুজ ভাই এই app টি নিয়ে আরে কিস্তারিত ভাবে লিখেছিল……
  2. Md.Al-amin Author says:
    পোষ্ট ডিলিট দেন
  3. Riaz Author Post Creator says:
    okh bro dlt dibo…
  4. md siraz Contributor says:
    ভাই বাংলা বইতো পড়ে শুনায়না
    1. ইমরুজ Legend Author says:
      আমার প্রোফাইল চেক করে দেখতে পারেন।
      হয়তো আপনিও পারবেন।
    2. md siraz Contributor says:
      Link den bai.plz
    3. md siraz Contributor says:
      লিংক দেন
    4. ইমরুজ Legend Author says:
      ভাইয়া,
      লিংক কমেন্ট করে দিলে কাজ করেনা।
      আপনি শুধুমাত্র আমার নামের উপর ক্লিক করলেই তো আমার সব পোষ্ট দেখতে পারবেন।
      সেখানেই দেখতে পাবেন।

Leave a Reply