আসসালামুয়ালাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন!
আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি।
আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করবো
সেটি হচ্ছে-

আপনার ফোনের এবাউটে না ঢুকেই কিভাবে আপনার ফোনের সকল ডিটেইলস দেখবেন মাত্র এক ক্লিকেই!!!!

আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের ফোনের বিভিন্ন সিস্টেম সম্পরকে বিস্তারিত জানার।
যেমন ধরুনঃ Camera, Phone Version, Battery, Sensors, Device, Features ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এসব দেখার জন্য আমাদের কষ্ট করে ফোনের সেটিং এ প্রবেশ করে
এবাউটে গিয়ে দেখতে হয়।
তারপরো আবার অনেক বিস্তারিত আমরা জানতে পারিনা…!!!!

তাই আমি আজ আপনাদের মাঝে এই সমস্যাটির সমাধান নিয়ে হাজির হয়েছি।

তো চলুন দেখি কিভাবে এটা করা যায়……?

প্রথমে google play store থেকে
My Device নামের এপটি ডাউনলোড করে নিন।

তারপর এপটি অপেন করুন।

এবার এপটি লোডিং হয়ে নিচের মতো আসবে।
এখানে দেখুন আপনার ফোনের ডিভাইস সম্পরকে বিভিন্ন তথ্য দেখাচ্ছে!


এবার আপনার ফোনের সকল তথ্য পেতে নিচের স্ক্রীনশট অনুযায়ী কাজ করুন……


নিচে দেখুন আমার ফোনের Version সম্পরকে বিস্তারিত দেখাচ্ছে।

এবারে।
…..

নিচে দেখুন আমার CPU

আবার….

এবার দেখুন আমার বেটারী সম্পরকে বিস্তারিত।


এখন দেখুন আমার ফোনের Storage…..


দেখুন আমার নেটওয়ারক সম্পরকে বিস্তারিত।


এবারএ নিচে দেখুন আমার ফোনে কি কি সেন্সর দেয়া আছে তা দেখাচ্ছে।


আমার ক্যামেরা……


আমার ফোনের সকল Features দেখুন নিচে দেখাচ্ছে…..

ব্যাস হয়ে গেলো!
সবাই নিশ্চই বুঝতে পেরে গেছেন যে কিভাবে করতে হবে।
পোষ্টটি ভালো লাগলে কমেন্টে জানাবেন,
ভালো না লাগলেও জানাবেন।
কষ্ট করে পষ্টটা পড়ার জন্য ধন্যবাদ।
কারো কনো সমস্যা হলে কমেন্টে জানাবেন অথবা ফেসবুকে আমাকে ম্যাসেজ করুন।
সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।।….

17 thoughts on "এখন একটি মাত্র এপ দিয়ে আপনার ফোনের সকল বিস্তারিত তথ্য জানুন। আর কষ্ট করে ফোনের সেটিং এ গিয়ে জানতে হবেনা!!!"

  1. MD Nazim Author says:
    ধন্যবাদ শিয়ার করার জন্য!
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
  2. @ASRAF Contributor says:
    Vaiya,
    Apnar i10 mobile er dam koto??
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ৬৯৯০ ৳
  3. SK SamiduL Contributor says:
    Thanks vai my phone? i10
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      oh.
      welcome brother.
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. Mostakim✅ Contributor says:
      স্বাগতম ব্র।
  4. fazlu Contributor says:
    nice post. আমার পোস্ট টা এপ্রোভ হয় না কেন । এডমিনের নজরে পরে না কেন?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      মানসম্মত পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট দিন।
      যদি ভালো এবং কপিমুক্ত পোষ্ট করে থাকেন,তাহলে ইনশাল্লাহ ট্রেইনার হতে পারবেন।
      ধন্যবাদ।
    2. fazlu Contributor says:
      ট্রেইনার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো ?
      Kindly way টা যদি বলতেন ।
    3. Mehedi Islam Ripon Author Post Creator says:
      এখানে ক্লিক করুন নিজেই সব বুঝতে পারবেন।
      সমস্যা হলে আবার জানাইয়েন।
  5. Mostak Ahmed Author says:
    পোষ্টটি সুন্দর হয়েছে,
    আমার ফোনও i10
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  6. RüPõm Author says:
    CPU Z ও ভালো। তাও ধন্যবাদ।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ।

Leave a Reply