আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার এবং সিরিয়াল কি টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।

হ্যা।
টাইটেলে ঠিক ই দেখেছেন।
অ্যাপ টি প্লে স্টোরে ২০০৳।

আপনার মোবাইলের সামনেকার ক্যামেরার পাশে বা সামনের স্পিকারের আশেপাশে কোনো সেন্সর থাকে। তাহলে অ্যাপ টি আপনার জন্য।
পেইড অ্যাপ টি (2.3 MB) ফ্রি তে ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন
যদিওবা পেইড অ্যাপ টিই সবার মোবাইলে ইন্সটল নেওয়ার সম্ভাবনা প্রায় ৯৮%। তারপরেউ যদি পেইড অ্যাপ টি আপনার মোবাইলে ইন্সটল না নেয়।
তাহলে অ্যাপ টি (3.93 MB) ফ্রি তেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন
চলুন, এবার দেখাই কিভাবে অ্যাপ টি কে রান করবেন।
প্রথবে অ্যাপ টি ওপেন করুন।

তারপর নিচের ছবি অনুসরন করুন।



তারপর দেখুন নিচের ছবির মত দেখাবে।

এখন উপর থেকে Swip করে আপনার মোবাইলের নোটিফিকেশন বার টা নামান।
দেখুন এই অ্যাপ এর একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে।
সেই নোটিফিকেশন এ টাচ্ করে ধরেই থাকুন। মানে লং প্রেস করুন।

তারপর নিচের ছবির দেখানো যাগায় টাচ্ করুন।

তারপর Block করে দিন

তারপর দেখুন। নোটিফিকেশন বার Clear.

কিন্তু অ্যাপ টা Background এ রানিং আছে। তার কাজ সে করবে।
এখন মোবাইল টা পকেটে রাখুন। আর পকেট থেকে বের করে দেখুন তো।

আপনি পকেটে রাখার পর মোবাইল লক হয়ে যায় কিনা। আবার পকেট থেকে বের করলেই (pin lock জাতীয় কোনো লক দেয়া না থাকলেই) আনলক হয়ে যাবে।
তো ভালো থাকুন সকলে। আর TrickBD-র সাথেই থাকুন।
…………………………………………………………………………………
…………………………………………………………………………………
সামনে পরিক্ষা, তাই হয়তো কম্মেন্টের তেমন রিপ্লাই করতে পারবো না। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি

আমার চ্যানেল এখানে

26 thoughts on "এখন মোবাইল পকেটে রাখলেই লক, বের করলেই আনলক। BDT200 মূল্যের অ্যাপ ফ্রি তে নিন।"

  1. Noman1122 Contributor says:
    nice post….link share kore kivabe??? মানে এখানে টাচ/ক্লিক করুন ei lekhar vitor link diyesen kivabe??
    1. etcSearch Subscriber Post Creator says:
      {a href=”এখানে লিংক”} এখানে লেখা{/a}

      উপরের { টা বাদ দিয়ে টা দিবেন। আশাকরি বোঝাতে সক্ষম হয়েছি।
      আপনার মুল্যবান কম্মেন্টের জন্য ধন্যবাদ

    2. Noman1122 Contributor says:
      tnx
  2. Ashraful Contributor says:
    হাহাহা । লক বন্ধ করে দিলেই তে হয় । সব ফাউ ।?
    1. etcSearch Subscriber Post Creator says:
      ঠিক বলেছেন। সব ফাও। এই ফাও জিনিসটা একবার ব্যবহার করে দেখতে পারেন।
      আপনার মুল্যবান কম্মেন্টের জন্য ধন্যবাদ
    2. Ashraful Contributor says:
      লক বন্ধ করার জন্য এত কিছু করার কি দরকার । setting এ গিয়ে ডাইরেক্ট লগ অফ করা যায় ব্রা?
    3. etcSearch Subscriber Post Creator says:
      আপনি মনে হয় আমার পুরো পোস্ট পড়েননি।
      দয়া করে পুরো পোস্ট পড়ুন। এবং একবারের জন্য হলেউ আমার পোস্ট অনুসারে অ্যাপ টি ব্যবহার করে দেখুন।
      আশাকরি তার পরেই আপনি কম্মেন্ট করে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন।
      ধন্যবাদ
    4. Ashraful Contributor says:
      OK Thanks bro
  3. Jony Champ Author says:
    শেষের “Block” সিসটেমটি কোথাই শিখেছেন
    1. etcSearch Subscriber Post Creator says:
      কারো কাছ থেকে না।
      নিজেই
    2. etcSearch Subscriber Post Creator says:
      আপনি Rounded Display নিয়ে একটি পোষ্ট করেছেন দেখলাম।
      সেখানে এই ব্লক সিস্টেম টি ও দেখানো আছে। তার মানে এই নয় যে, অ্যান্ড্রয়েড টিম আপনাকে শিখিয়ে আর কাউকে শেখাননি।
      আরে ভাই! নিজেকে জ্ঞানী ভেবে অন্যদের বলদ ভাইবেন না।
      আপনি হয়তো দিনে ২২ ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকেন, অন্যকেউ ১ ঘন্টাও তো থাকে তাই না?
      তো সেই ১ ঘন্টা তে কি সে নিজে নিজেই এমন কিছু শিখতে পারে না? যা আপনি/আমি জানি বা জানিনা?
      পরবর্তী কম্মেন্ট গুলো কিঞ্চিৎ হুশ করে লিখবেন।
      ধন্যবাদ।
    3. akram09 Author says:
      ei dhoroner apps amio ebave notification off kori bro.
    4. etcSearch Subscriber Post Creator says:
      GooD
  4. Trickbd Support Moderator says:
    এড ছাড়া বাকিসব ঠিক আছে।
    তাড়াতাড়ি এড সরিয়ে ফেলুন।
    1. etcSearch Subscriber Post Creator says:
      ok.
      next post a banner add dibo na.
      link dibo.
      তবে ইউজার দের দিক টা ও ভেবে দেখবেন।
      আগেকার TrickBD আর এখন কার TrickBD এক নয়।
      এখন ট্রিকবিডির প্রতি পেইজেই ৩/৪ টা করে Adsense এর অ্যাড দিয়ে ইউজার দের ঝামেলায় ফেলে নিনেরা টাকা ইনকাম করছেন। আর ইউজার রা দু একটা অ্যাড দিয়ে মহাভারত অশুদ্ধ।
      (TrickBD থেকে বের হওয়ার ভয়ে, এই ধরনের কম্মেন্টের জন্য ক্ষমা চেয়ে নিলাম।)
    2. Trickbd Support Moderator says:
      আপনাদের জন্য ও তো সুবিধে দেয়া হচ্ছে।
      আগে এড লিংক দেয়া যেতো একটি আর এখন তা দুটি করা হয়েছে।
      তাছাড়া সরাসরি ভিডিও দিয়েও ভিউয়ার বাড়াতে পারছেন।
      ট্রিকবিডির ৯৫% ভিজিটর ফ্রি ব্যাসিক ইউজ করে।
      তারাও কি এড দেখে?
      তখনও আমাদের ইনকাম হয়?
    3. etcSearch Subscriber Post Creator says:
      আপনার কথাতে যুক্তি আছে।
      তবে ইউজার দের কে ২ টা কেনো, ১০ টা অ্যাড লিংক দেওয়ার অনুমতি দিলেও ইউজার দের লাভ নাই।
      কারন আমি যদি আমার পোস্টে ২ টি লিংক দেই, তাহলে ৯৯% লোক একটি লিংকেও ঢুকবে না। আর ১ টি লিংক দিলে ২০% লোক সেই লিংকে ঢুকবে বলে আশা করা যায়।
      তাছাড়া, আমি যদি ১ টি লিংক এবং ১ টি ব্যানার অ্যাড দেই। তাহলে সমস্যা কোথায়?
      দয়া করে বিবেচনা করবেন।
      টিউনার দের অ্যাড দেওয়ার ক্ষেত্রে অনেকটা স্বাধীনতা দিলে টিউনার দের ভিতরে পোষ্ট করার তিব্রতা আরো বেড়ে যায়।
      ধন্যবাদ।
    4. Trickbd Support Moderator says:
      নাহ।
      ব্যানার এড দেয়ার অনুমতি দেয়া
      যাবেনা।
      এটা আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত।
      এ ব্যাপারে এডমিনই ভালো জানবে।
    5. etcSearch Subscriber Post Creator says:
      কি আর করার…!
      ট্রিকবিডি তে বড্ড নেশা হয়ে গেছে।
      সহজে এ নেশা ছাড়া যাবে না,।
      সুতরাং, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে….!
    1. etcSearch Subscriber Post Creator says:
      dhonnobad
  5. Tanvirrahman Contributor says:
    Amar dorkar ni. Toba post ta valo. Tanks bro
    1. etcSearch Subscriber Post Creator says:
      আপনার মূল্যবাদ মতামতের জন্য ধন্যবাদ
  6. . Contributor says:
    ভালো✌

Leave a Reply