আগে বলে রাখি এই পোস্ট আর হামিদ ভরাইয়ার পোষ্ট এক শুধু পরিবর্তন হলো ওই পোষ্ট টে ভিপিএন ব্যবহার করছে আর এটাতে ভিপিএন এর সেটিং লাগে না।

(সুপার টিউন) এখন ফ্রি নেট চালান বাংলালিংক সিম দিয়ে রাত দিন ২৪ ঘন্টা একদম ফ্রি শুধু মাত্র অপেরা দিয়ে।(ডাউনলোড+ব্রাউজিং)→↑৭০০kps↓৫০০kps——->Plopi Tune

বি:দ্র:

> ফ্রি নেট নিয়ে কোনো ভরসা নেই, দেখা গেল এই টিউন করার ৩০
মিনিটের মধ্যেই এই পদ্ধতিটা বন্ধ করে দিতে পারে বাংলালিংক
কর্তৃপক্ষ, তাই যারা টিউন প্রকাশের ৩/৪ দিন পর ট্রাই করে দেখলেন
যে কাজ করে না তখন আবার আমাকে গালাগালি দেবার সুযোগ
নেই।

> এই টিপস গুলো আমার নিজের আবিস্কার না, অন্য সাইট থেকে
আইডিয়াটা নেওয়া কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে মডিফাইড
করে টিউন করছি

> আর এই টিউনে যে দুটি সফটওয়্যার দেওয়া হবে সেগুলো আপনার
কাছে সেভ করে রেখে দিবেন, কারণ ভবিষ্যৎতে অন্যান্য
অপারেটরের ফ্রি নেট চালাতে হলেও এই দুটি সফটওয়্যার আপনার
প্রয়োজন হবে।

> এন্ড্রয়েড কিংবা পিসি, যেখানেই আপনি নেট ব্যবহার করেন না
কেন এই টিক্স এর জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইসের প্রয়োজন
হবে। এন্ড্রয়েড সেটটি রুটেট হলে খুউব ভালো হয়! না হলেও চলবে তবে
আপনার ঝামেলা হবে বেশি আর কি!

ধাপসমূহঃ

নন রুটেট / রুটেট এন্ড্রয়েড এর জন্যঃ
যা যা প্রয়োজনঃ

> টাকা পয়সা এবং মেগাবাইট বিহীন একটি বাংলালিংক সীম! নতুন
বা পুরোনো সেটা মেটার না

Step 1

Internet Setting


অপেরা টি ডাউনলোড করে নিন (Android)

opera mini 7.5.4 dzebb handlerui
android

java Or Symbean
Opera Mini 8.0 Handler.jar

আর নিচের দিকে দেখবেন Real Proxy Server অপশন ঘর রয়েছে,
সেখানেও একই ঠিকানা কপি পেস্ট করে নিন:

লক্ষ্য রাখবেন filter.ncnd.banglalink.com.bd/nc এই ঠিকানাটি যেন Real
Proxy Server এবং Proxy Server এই দুটি ঘরেই যেন দেওয়া থাকে, না হলে
কাজ করবে না।

অপেরা ইনেস্টল হয়ে গেলে কাজ শেষ।

Full Credit Plopi Bhaiya(Find Me)

যে কোন ডিজাইনের WordPress অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন। এবং সাইট থেকে আয় করুন প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ।আমার সাইট:- SomaiBD.Com

যোগাযোগব্যবস্থা : 01758143289


5 thoughts on "(সুপার টিউন)ভিপিএন ছাড়া এখন ফ্রি নেট চালান বাংলালিংক সিম দিয়ে রাত দিন ২৪ ঘন্টা একদম ফ্রি শুধু মাত্র অপেরা দিয়ে।(ডাউনলোড+ব্রাউজিং)(Java, Symbean, Android)→↑৭০০kps↓৫০০kps——->Plopi Tune"

  1. Mx Sohag Author says:
    এক পোস্ট বার বার করতাছে এগুলা Admin চোখে পড়ে না এগুলা ডিলেট করা হইনা কেন??
    1. Errors Subscriber Post Creator says:
      ek post na…. ata som user der jonno
  2. Mithun Author says:
    bro…. 2g elakay 3g speed kore chalanor kono way thakle post korun
  3. Md Ariful Islam Contributor says:
    child protection ki dibo
  4. sabbir junaid Author says:
    Java te hoy na
    proxy server 2bar ashe na.
    1bar ashe shekhane proxy server dile kaj hoy na.

Leave a Reply